টঙ্গীতে জোড় ইজতেমা শুরু কাল মূলপর্ব

আপলোড সময় : ৩০-১১-২০২৪ ১২:১৪:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১২:১৪:০৩ পূর্বাহ্ন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এর আগে গতকাল শুক্রবার সকাল থেকে নদের তীরের ইজতেমা মাঠের টিনশেড মসজিদে শুরু হয়েছে পাঁচ দিনের ‘জোড়’ ইজতেমা (ইজতেমার আগে প্রস্তুতিমূলক সমাবেশ)।
এতে অংশ নিয়েছেন রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলার মুসল্লিরা। পাঁচ দিনব্যাপী এই আয়োজনে বিশেষ দোয়ার মাধ্যমে আগামী ৩ নভেম্বর শেষে হবে এই জোড়। প্রথম পর্বে, আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ইজতেমা পালন করবেন মাওলানা জুবায়ের অনুসারীরা। ৪ দিন বিরতি দিয়ে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমা পালন করবেন সাদ কান্ধলভীর অনুসারীরা। এর মধ্যে এখন যারা মাঠে ‘জোড়’ পালন করছেন, তারা সবাই মাওলানা জুবায়ের অনুসারী। তাবলিগ জামাতের মুরব্বিরা জানান, প্রতিবছর ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে তুরাগ তীরের ইজতেমা মাঠে পাঁচ দিনের জোড় অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে তাবলীগের সাথিরা পুরো বছরের তাদের কাজের বর্ণনা করেন এবং বড়দের পথপ্রদর্শন লাভের সুযোগ পান। এ জন্য পুরো বছর তাবলিগ জামাতের সাথিরা এই জোড়ের অপেক্ষায় থাকেন। এই জোড়কে কেন্দ্র করে দেশ ও দেশের বাইরের হাজারো মুরব্বীগণ একত্রিত হন। মাওলানা জুবায়েরপন্থী ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান বলেন, আজ থেকে পাঁচ দিনব্যাপী জোর ইজতেমা শুরু হয়েছে। ময়দানের মসজিদে দেশ ও দেশের বাইরের দাওয়াতে তাবলিগের মুরব্বিগণ বয়ান করবেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net