সাতক্ষীরায় অপরিপক্ব আম জব্দ করে বিনষ্ট ॥ ব্যবসায়ী ৬০ হাজার টাকা জরিমানা

আপলোড সময় : ১০-০৫-২০২৪ ০২:৩৪:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৪ ০২:৩৪:১৬ অপরাহ্ন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা শহরের পারকুখরালি ও কাটিয়া এলাকা থেকে বৃষ্টি চলাকালীন সময়ে ২০ মে. টন অপরিপক্ব আম জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শোয়াইব আহমাদ জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র দেয়া তথ্যের ভিত্তিতে  গত  সোমবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে বৃষ্টি চলাকালীন সময়ে শহরের পারকুখরালি এলাকার আম ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের ছেলে ইউসুফ আলী ও কাটিয়া এলাকার মুজিবর রহমানের ছেলে আবু বক্কর ছিদ্দিকের  গুদামে অভিযান চালানো হয়।
এ সময় ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে   দুটি ট্রাক ভর্তি ২০ মে.টন আম জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে ইউসুফ আলী ও আবু বক্কর ছিদ্দিককে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। চালক আজিজুল ইসলামকে ২০০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া আম বহনে ব্যবহৃত ৮৩২টি প্লাস্টিক ক্যারেট  প্রকাশ্য নিলামের মাধ্যমে ৯০ টাকা দরে মোট ৭৪ হাজার ৮৮০ টাকায় বিক্রি করা হয়। এছাড়া আটককৃত ট্রাক দুটি সাতক্ষীরা সদর থানায় আটক রাখার নির্দেশ দেয়া হয়। পরে ৮৩২ ক্যারেটের ২০ মে. টন আম বুলডোজার দিয়ে নষ্ট করা হয়।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net