তিন দিন আগে নিলামের নাম দিলেন জোফরা আর্চার

আপলোড সময় : ২২-১১-২০২৪ ০৭:৪৪:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৪ ০৭:৪৪:৩০ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে নাম দিয়েছেন ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার। নিলামের মাত্র তিনদিন আগে নাম নিবন্ধন করেছেন এই পেসার। আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইগুলোকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন আর্চার। এর আগে ফ্র্যাঞ্চাইজিদের কাছে ৫৭৪ জন ক্রিকেটারের শর্টলিস্ট পাঠিয়েছিল আইপিএল কর্তৃপক্ষ। সেই তালিকায় ছিলো না আর্চারের নাম। সেই সঙ্গে তার সতীর্থ মার্ক উডের নামও ছিলো অনুপস্থিত। যা সবাইকে বিস্মিত করেছিল। কারণ দুজনই নিলামের জন্য নিবন্ধন করেছিলেন। গেল আসরে চোটাক্রান্ত ছিলেন আর্চার, যে কারণে তাকে আইপিএল খেলা থেকে বিরত রাখে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে এবারের আসরের নিলামে নাম না দিলে বড় আর্থিক ক্ষতি হতো আর্চারের। আইপিএলের নতুন নিয়মানুযায়ী, আগে আইপিএল খেলেছে এমন ক্রিকেটারের কেউ যদি মেগা নিলামে নাম না দেন, তাহলে পরের দুই আসরের মিনি নিলামেও নাম দিতে পারবেন না। আইপিএলের আগের আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন আর্চার। ২০২৩ সালের ঐ আসরেই চোট পেয়ে দীর্ঘদিনের জন্য ক্রিকেটের বাইরে চলে যেতে হয় তাকে। এরপর চলতি বছরের মে মাসে ক্রিকেটে ফিরেন এই ডানহাতি পেসার। এখন পর্যন্ত আইপিএলে ৪০ ম্যাচ খেলে আর্চার শিকার করেছেন ৪৮ উইকেট। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া ২০২০ সালের আইপিএলে আর্চার আলো ছড়িয়েছেন। রাজস্থান রয়্যালসের হয়ে ২০ উইকেট শিকার করে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন এই ইংলিশ পেসার।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net