রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার শীর্ষ সন্ত্রাসী আটক

আপলোড সময় : ১৩-১১-২০২৪ ১০:১৮:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৪ ১০:১৮:৫৬ পূর্বাহ্ন
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ সন্ত্রাসী সৈয়দুল আমিনকে আটক করেছে এপিবিএন পুলিশ। এ সময় ২টি হ্যান্ড গ্রেনেড, ১টি দেশীয় তৈরি শর্টগান, ৪ রাউন্ড শর্ট গানের কার্তুজ উদ্ধার করা হয়। আটক সৈয়দুল আমিন (২৪) উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৮ ব্লক-এল/১৮ এর মৃত ইউসুফ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক ও পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি। পুলিশ সুপার বলেন, গত সোমবার রাত ১০টার দিকে গোপন সংবাদে খবর আসে রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর এম/১৭ ব্লকে আরসার একদল সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে উক্ত ব্লকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আরসার সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী সৈয়দুল আমিনকে আটক করতে সক্ষম হই। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় শর্ট গান, ৪ রাউন্ড গুলিভর্তি একটি ব্যাগ ও প্যান্টের পকেটে থাকা ২টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। পুলিশ সুপার আরও বলেন, আটক সৈয়দুল আমিনের বিরুদ্ধে ৭টি হত্যা মামলাসহ ২টি পুলিশ এসোল্ট মামলা রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : djanata123@gmail.com, ওয়েবসাইট : www.dainikjanata.net