দ্বিতীয় মেয়াদে হ্যালি-পম্পেওকে প্রশাসনে রাখছেন না ট্রাম্প

আপলোড সময় : ১১-১১-২০২৪ ০৫:৪১:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৪ ০৫:৪১:০৯ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রশাসনে নিকি হ্যালি ও মাইক পম্পেওকে রাখছেন না। ট্রাম্পের প্রথম মেয়াদে পম্পেও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। আর হ্যালি ছিলেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে (ট্রুথ সোশ্যাল) দেওয়া পোস্টে শনিবার বলেন, তিনি তার প্রশাসনে যোগ দেওয়ার জন্য হ্যালি ও পম্পেওকে আমন্ত্রণ জানাবেন না। তবে অতীতে তাদের সঙ্গে কাজ ট্রাম্প খুবই উপভোগ করেছেন বলে জানিয়েছেন এবং তাদের দেশ সেবার প্রশংসা করেছেন।
বর্তমানে ট্রাম্পের নতুন প্রশাসন গঠনের কাজ চলছে। ২০ জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার আগে ট্রাম্প তার প্রশাসনে যাদের নিয়োগ পাওয়ার সম্ভাবনা আছে তাদের সঙ্গে বৈঠক করছেন।
সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর হ্যালি ট্রাম্পের প্রথম মেয়াদে জাতিসংঘ রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছিলেন। পরে এবছর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের সময় রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার লড়াইয়ে (প্রাইমারি) ট্রাম্পের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন হ্যালি।
নির্বাচনি প্রচারে ট্রাম্পের তীব্র সমালোচনাও করেছিলেন হ্যালি। কিন্তু প্রয়োজনীয় জনসমর্থন না পেয়ে তিনি সরে দাঁড়াতে বাধ্য হন এবং ট্রাম্পকে সমর্থন দেন।
সদ্য হয়ে যাওয়া নির্বাচনে ট্রাম্পের জয়ের পর তার দ্বিতীয় মেয়াদের প্রশাসনে কে কে স্থান পেতে পারেন সে জল্পনার মধ্যে হ্যালি ও পম্পেওর নামও এসেছিল। কিন্তু ট্রাম্প স্পষ্টই জানালেন, এই দুইজন তার প্রশাসনে স্থান পাচ্ছেন না।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net