নাটোরে আ’লীগের ৩৩ নেতাকর্মী গ্রেফতার

আপলোড সময় : ১১-১১-২০২৪ ০৫:২৪:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৪ ০৫:২৪:২৪ অপরাহ্ন
নাটোর জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের ৩৩ জন নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে।
গতকাল রোববার রাতে নাটোরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন। আটকদের পরে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে নাটোর সদর উপজেলায় হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ওসমান গনি ভূইয়াসহ ১৮ জন, বড়াইগ্রামে পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুল বারেক, নলডাঙ্গায় পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সায়েব আলীসহ দুই জন, সিংড়ায় পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা সেন্টুসহ পাঁচজন, বাগাতিপাড়ায় দুই জন, লালপুরে চার জন ও গুরুদাসপুরে একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার মারুফাত বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে রাতে জেলাজুড়ে পুলিশের বিশেষ অভিযান চালানো হয়েছে। গ্রেফতার ৩৩জনের বেশিরভাগের নামেই আগের মামলা রয়েছে। গ্রেফতারদের গতকাল রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ সুপার।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, গত শনিবার রাতে গণ গ্রেফতার চালানো হয়েছে। সেখানে বয়োজ্যেষ্ঠ জেলা আওয়ামী লীগের উপদেষ্টাকেও গ্রেফতার করা হয়েছে। আজকে স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই। যারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছে এবং সামনে করবে তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। আমি এই গণ গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net