
স্পোর্টস ডেস্ক
এই ম্যাচ তো বটেই, গোটা আসরের ফেভারিট দল শ্রীলঙ্কা। কিন্তু মূল ম্যাচটিতে এসেই খানিকটা শঙ্কায় পড়ে গিয়েছিল তারা। উজ্জীবিত পারফরম্যান্সে চোখরাঙানি দিচ্ছিল সংযুক্ত আরব আমিরাতের মেয়েরা। শেষ পর্যন্ত অবশ্য শঙ্কা মাড়িয়ে কাক্সিক্ষত জয়ের দেখা পেল লঙ্কানরা। নিশ্চিত করে ফেলল তারা বাংলাদেশে অনুষ্ঠেয় আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ। আবু ধাবিতে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় সেমি-ফাইনালে রোববার সংযুক্ত আরব আমিরাতকে ১৫ রানে হারায় শ্রীলঙ্কা। একই দিনে প্রথম সেমি-ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে নেয় স্কটল্যান্ড। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আমিরাতের বিপক্ষে লঙ্কানরা ২০ ওভারে তোলে ৬ উইকেটে ১৪৯ রান। দলের সবচেয়ে বড় তারকা চামারি আতাপাত্তু বিদায় নেন ২১ বলে ২১ রান করে। আরেক ওপেনার ভিশ্মি গুনারাত্নে দলকে টেনে নেন ৪৪ বলে ৪৫ রান করে। পরে হার্শিথা সামারাউইক্রামা করেন ২৪ বলে ২৭, ৮ বলে ১৫ করেন হাসিনি পেরেরা।
এই ম্যাচ তো বটেই, গোটা আসরের ফেভারিট দল শ্রীলঙ্কা। কিন্তু মূল ম্যাচটিতে এসেই খানিকটা শঙ্কায় পড়ে গিয়েছিল তারা। উজ্জীবিত পারফরম্যান্সে চোখরাঙানি দিচ্ছিল সংযুক্ত আরব আমিরাতের মেয়েরা। শেষ পর্যন্ত অবশ্য শঙ্কা মাড়িয়ে কাক্সিক্ষত জয়ের দেখা পেল লঙ্কানরা। নিশ্চিত করে ফেলল তারা বাংলাদেশে অনুষ্ঠেয় আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ। আবু ধাবিতে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় সেমি-ফাইনালে রোববার সংযুক্ত আরব আমিরাতকে ১৫ রানে হারায় শ্রীলঙ্কা। একই দিনে প্রথম সেমি-ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে নেয় স্কটল্যান্ড। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আমিরাতের বিপক্ষে লঙ্কানরা ২০ ওভারে তোলে ৬ উইকেটে ১৪৯ রান। দলের সবচেয়ে বড় তারকা চামারি আতাপাত্তু বিদায় নেন ২১ বলে ২১ রান করে। আরেক ওপেনার ভিশ্মি গুনারাত্নে দলকে টেনে নেন ৪৪ বলে ৪৫ রান করে। পরে হার্শিথা সামারাউইক্রামা করেন ২৪ বলে ২৭, ৮ বলে ১৫ করেন হাসিনি পেরেরা।