সাত নভেম্বর জাতীয় দিবস ফিরিয়ে আনার দাবি বাংলাদেশ এলডিপির

আপলোড সময় : ০১-১১-২০২৪ ১১:৫১:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৪ ১১:৫১:২৮ অপরাহ্ন
‘ঐতিহাসিক সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দিনটিকে আবারও জাতীয় দিবস হিসেবে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে ১২ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ এলডিপি। গতকাল শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলটির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও মহাসচিব তমিজ উদ্দিন টিটো এ দাবি করেছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সাত নভেম্বরের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পায়। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, অর্থনৈতিক মুক্তি দিয়েছেন, দেশকে সম্মানের স্থানে নিয়েছেন। এই দেশকে আধুনিক ও উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য তিনি বিপ্লব সাধন করেছেন।
দলটির শীর্ষ এই দুই নেতা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তিনি গণতন্ত্র ও মুক্তমতের প্রচারে বিশ্বাসী রাষ্ট্রনায়ক ছিলেন। ৭ নভেম্বর জাতির জন্য তাৎপর্যপূর্ণ। ৭ নভেম্বর জিয়াউর রহমানের নেতৃত্বে জাতি আশার আলো দেখেছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার বাস্তবায়ন দেখিয়েছেন তিনি। বিবৃতিতে বলা হয়, ৭ নভেম্বরের চেতনাই হচ্ছে বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করা। স্বাধীনতার সুফল তথা অর্থনৈতিক মুক্তি, শান্তি-শৃঙ্খলা, সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা।
বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও মহাসচিব তমিজ উদ্দিন টিটো বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় এসে ‘ঐতিহাসিক সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস’ বাতিল করে। এই বাতিলের মধ্য দিয়ে দলটি তাদের বাকশালি-নীতির প্রমাণ করেছে। এ কারণে বর্তমান অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিস্ট সরকারের বাতিল করা সেই দিবস ফিরিয়ে আনতে হবে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net