ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা আটক ১৮

আপলোড সময় : ০১-১১-২০২৪ ১১:৪৬:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৪ ১১:৪৬:৫২ অপরাহ্ন
পটুয়াখালীর জেলার দুমকির পায়রা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় টহল দলের ওপর হামলা অভিযোগে ১৮ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার আংগারিয়া ইউনিয়নের পশ্চিম আঙ্গারিয়া এলাকায় পায়রা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সূত্র জানায়, মা ইলিশ শিকারের সময় উপজেলা টাস্কফোর্সের নিয়মিত অভিযানে মাছ ধরার অভিযোগে দুইজন জেলেকে আটক করে। এতে ক্ষিপ্ত হয়ে পার্শ্ববর্তী উপজেলা বাকেরগঞ্জের দুধল মৌ এলাকা থেকে ট্রলারযোগে প্রায় অর্ধশত নারী-পুরুষ এসে প্রশাসনের ওপর হামলা চালায়। এ সময় ইঞ্জিনচালিত একটি ট্রলার জব্দসহ ১৮ জন জেলেকে আটক করা হয়। আটকরা হলেন- আনোয়ার হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২৩), কামাল হাওলাদারের ছেলে সাবু হাওলাদার (২০), জালাল হাওলাদারের ছেলে শাওন হাওলাদার (২০), জব্বার নকীবের ছেলে ইমাম নকীব (২৭), টিপু হাওলাদারের ছেলে হাফিজুল ইসলাম (১৮), মৃত আবদুল গনি হাওলাদারের ছেলে মো. নাসির হাওলাদার (৫২), সৈয়দ মাহবুবুল আলমের ছেলে সৈয়দ ফাহাজুল হাওলাদার (৩৯), মৃত আবদুল বারেক হাওলাদারের ছেলে মো. রিয়াজ হাওলাদার(৩৩), মৃত আকবর গাজীর ছেলে হালিম গাজী (৫৫), আবদুল আজিজ খলিফার ছেলে সিয়াম আহমেদ (২৮), নূর জামাল নকীবের ছেলে শাওন নকিব (১৯), নাসির হাওলাদারের ছেলে মো. রিজন হাওলাদার (১৮), নুরুল আলম বিশ্বাসের ছেলে জহিরুল ইসলাম (১৮) ও দেলোয়ার হাওলাদারের ছেলে মো. রনি হাওলাদার (৩০)। আটককৃত সকলের বাড়ি বাকেরগঞ্জের উত্তর দুধালো মৌ এলাকায়। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুমকি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহীন মাহমুদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান ভ্রাম্যমাণ আদালতে দুইজন জেলেকে এক বছর, ১২ জেলেকে সাত দিনের কারাদণ্ড দেন ও চারজন জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আটক করে দুমকি থানায় সোপর্দ করা হয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net