লক্ষ্মীপুরে ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি ॥ ৩ লাখ টাকা জরিমানা

আপলোড সময় : ০৬-০৫-২০২৪ ০৬:১৯:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৫-২০২৪ ০৬:১৯:৪৭ অপরাহ্ন

লক্ষ্মীপুর প্রতিনিধি
রামগঞ্জে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে দুলাল পাটোয়ারী নামে এক আওয়ামী লীগ নেতাকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  ভবিষ্যতে মাটি কেটে ইটভাটা বিক্রি করবে না শর্তে মুচলেকা দিয়েছেন তিনি। গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইসলাম। এ সময় ওসি মোহাম্মদ সোলাইমান উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত দুলাল ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের মৃত ইব্রাহিম পাটোয়ারীর ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। ওসি মোহাম্মদ সোলাইমান জানান, ফাসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে গত শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত দুলালকে আটক করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ভেকু মেশিন জব্দ করা হয়। পরে অভিযুক্তকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন ইসলাম তাকে তিন লাখ টাকা জরিমানা করেন। 
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net