ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যানসিটি

আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০৯:১৯:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০৯:১৯:২০ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক
সাউথাম্পটনকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের একমাত্র গোলটি করেন আরলিং হালান্ড। ৯ ম্যাচে সিটির পয়েন্ট ২৩। এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। সিটির সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান দখলে আর্সেনাল। ৯ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে সাউথাম্পটন। গত শনিবার রাতে ঘরের মাঠ ইতিহাদে শুরুতেই লিড নেয় সিটি। ৫ মিনিটে গোল করেন হালান্ড। শেষ পর্যন্ত এই লিড ধরে রাখে সিটি। বিরতির আগে অবশ্য গোল শোধ করার দারুণ একটি সুযোগ পেয়েছিল সাউথাম্পটন। উইঙ্গার ক্যামেরন আর্চার সিটির গোলরক্ষক এডারসনকে একা পেয়েও গোল করতে পারেননি। সাউথাম্পটনের উইঙ্গারের শট ফেরত আসে গোলবারে লেগে। ম্যাচ শেষে সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, ‘গুরুত্বপূর্ণ জিনিস হলো সেখানে থাকা। আমরা সুযোগ তৈরি করেছি। বরাবরের মতোই আরলিংয়ের (হালান্ড) কাছে দুটি বা তিনটি দারুণ সুযোগ এসেছিল। তবে আমি উদ্বিগ্ন নই। এখন ২৩ পয়েন্ট থাকা গুরুত্বপূর্ণ। বল পায়ে ও কিপিংয়ে (সাউদাম্পটন) দারুণ খেলেছে। তাদের মুভমেন্ট ভালো ছিল। একজন ম্যানেজার হিসেবে শেখার জন্য এটা একটা ভালো ম্যাচ।’ চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এ নিয়ে সর্বোচ্চ ১১ গোল করলেন হালান্ড। ৮ গোল করে তালিকায় দুইয়ে আছেন ব্রেনফোর্ডের ব্রায়ান এমবিওমো।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net