তার বিরুদ্ধে পাঁচটি মামলা আছে

সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপলোড সময় : ২০-১০-২০২৪ ০৪:১৯:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৪ ০৪:১৯:৪৭ অপরাহ্ন
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের সীতাকুণ্ডে শুক্রবার গভীর রাতে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বারৈয়াঢালা ইউনিয়নের লালানগর গ্রামে রাত ১টার দিকে ফিরোজ খান (৩৫) নামের ওই নেতাকে হত্যা করা হয়।
ফিরোজ উপজেলার উত্তর কলাবাড়িয়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান বলেন, লালানগর এলাকায় স্বজনের বাড়ি থেকে ডেকে নিয়ে ফিরোজকে ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে বলে শুনেছি।
তিনি বলেন, পুলিশ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।
গতকাল শনিবার দুপুর পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি এবং নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেননি।
ওসি মুজিবুর বলেন, মারা যাওয়া ফিরোজের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় পাঁচটি ডাকাতির মামলা রয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net