এবার শাশুড়িকে কুপ্রস্তাব দিলেন কানিয়ে

আপলোড সময় : ১৫-১০-২০২৪ ১০:০৪:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৪ ১০:০৪:০২ অপরাহ্ন
বিনোদন ডেস্ক
শাশুড়ির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে চেয়েছেন মার্কিন র‌্যাপার কানিয়ে ওয়েস্ট। নিজের কুকর্মের ইচ্ছা খোদ স্ত্রীর কাছেই প্রকাশ করেছেন তিনি। যেটা সম্প্রতি প্রকাশ্যে আসতেই আলোচনার ঝড় উঠেছে। এই গায়কের স্ত্রী বিয়াঙ্কা সেন্সরির অভিযোগ, শাশুড়ি আলেকজান্দ্রা সেন্সরির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে চেয়েছিলেন তার ৪৭ বছরের স্বামী। গত ৮ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টি আদালতে এ বিষয়ে দায়ের করা এক মামলায় উল্লেখ করা হয়, ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর কানইয়ে ও বিয়াঙ্কার মধ্যে টেক্সট মেসেজে কথোপকথন হয়। যেখানে দেখা যায় র?্যাপার তার স্ত্রীকে লিখেছিলেন, ‘তোমার মা চলে যাওয়ার আগে আমি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাই।’ শুধু তাই নয়, সেই কথোপকথনে নিজের বিকৃত ইচ্ছাপূরণের জন্য স্ত্রীকেও সঙ্গে খাকতে বলেন তিনি। এদিকে পুরো ঘটনায় শুরু থেকেই নীরব ছিলেন বিয়াঙ্কা সেন্সরির আলেকজান্দ্রা সেন্সরি। তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যমে মুখ খুলেছেন তিনি। যেখানে বলেছেন, ‘এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’ সাংবাদিকদের কাছে বিষয়টি নিয়ে গোপনীয়তার অনুরোধ জানিয়েছেন তিনি। এছাড়াও কানিয়ের বিরুদ্ধে সম্প্রতি মাদক সেবন ও যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেছেন তার সাবেক সহকারী লরেন পিসিওটা। যেখানে তিনি উল্লেখ করেছেন, স্টুডিওতে কাজের সময় তার পানীয়র মধ্যে অজ্ঞাত মাদক মিশিয়ে তার ওপর যৌন নির্যাতন চালিয়েছেন র‌্যাপার কানইয়ে। পরে কোম্পানি থেকে বরখাস্ত করা হয় তাকে। এ ঘটনায় এখনও পর্যন্ত চুপ আছেন কানিয়ে ওয়েস্ট। ২০২২ সালের শেষের দিকে বিয়াঙ্কা সেন্সরিকে বিয়ে করেছিলেন তিনি।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : djanata123@gmail.com, ওয়েবসাইট : www.dainikjanata.net