নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

আপলোড সময় : ১১-১০-২০২৪ ০২:১৮:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৪ ০২:১৮:৫৭ অপরাহ্ন
নীলফামারীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। গত বুধবার নীলফামারী সদর, সৈয়দপুর ও ডোমার উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের সুখীপাড়ায় মাইক্রোবাসের ধাক্কায় রেহেনা বেগম (৬০) নামে একজন পথচারী নিহত হন। রেহেনা স্বামীর সঙ্গে সুখীপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। তাদের বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে। গতকাল বৃহস্পতিবার সকালে সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে নীলফামারী সদরের টেংগনমারী ব্রিজ এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় দেলোয়ার হোসেন (৬৫) নামে আরেক পথচারী নিহত হন বলে জানান সদর থানার ওসি এম আর সাঈদ। দেলোয়ার জলঢাকা উপজেলার রাজারহাট এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে। এদিকে গত বুধবার বিকেল ৩টার দিকে ডোমার উপজেলার পাঙ্গা চৌপথি ময়নুলের মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পড়ে ট্রাকচাপায় রোজিনা বেগম (৪০) নামে এক নারী ঘটনাস্থলে মারা যান। রোজিনা দিনাজপুরের বিরামপুর উপজেলার কুশাখানি এলাকার মঞ্জুরুল ইসলামের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে ডিমলা উপজেলার কলোনি ভাটিয়াপাড়া এলাকায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net