
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৯৯ জনের মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৫৮৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৪৯৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় আছেন ১ হাজার ৭২৩ জন। ১ হাজার ৭৭২ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে রয়েছেন।