
বিনোদন ডেস্ক
সাহিত্য দুনিয়ার উজ্জ্বলতম নাম গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। নোবেলজয়ী এই কলম্বিয়ান সাহিত্যিকের সবচেয়ে জনপ্রিয় উপন্যাস ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিচ্যুড’। বিশ্বজুড়ে পাঠক তো বটেই, সাহিত্যিকদের কাছেও উপন্যাসটির গ্রহণযোগ্যতা অসামান্য। ৫০ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে এ উপন্যাসের, অনুবাদ করা হয়েছে অন্তত ৪০টি ভাষায়। কালজয়ী সে উপন্যাস এবার আসছে পর্দায়। এটি অবলম্বনে সিরিজ নির্মাণ করছেন অ্যালেক্স গার্সিয়া লোপেজ ও লরা মোরা। ডিসেম্বরে সিরিজটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। গত বুধবার এক ঘোষণায় নেটফ্লিক্স জানিয়েছে, আট পর্ব করে দুই সিজনে নির্মিত হচ্ছে ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিচ্যুড’। প্রথম সিজন মুক্তি পাবে আগামী ১১ ডিসেম্বর। সিরিজটির শুটিং করা হয়েছে মার্কেসের দেশ কলম্বিয়ায়। এ কাজে মার্কেসের পরিবারও সর্বাত্মক সহযোগিতা করেছে। এতে অভিনয় করেছেন ক্লাউডিও কাতানো, জেরোনিমো ব্যারন, মারকো গনজালেস, লিওনার্দো সোতো, সুসানা মোরালেসসহ এক ঝাঁক কলম্বিয়ান। ২০১৯ সালে জানা গিয়েছিল, মার্কেসের বিখ্যাত এ উপন্যাসের স্বত্ব কিনেছে নেটফ্লিক্স। অবশেষে উপন্যাসটি আসছে পর্দায়।
সাহিত্য দুনিয়ার উজ্জ্বলতম নাম গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। নোবেলজয়ী এই কলম্বিয়ান সাহিত্যিকের সবচেয়ে জনপ্রিয় উপন্যাস ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিচ্যুড’। বিশ্বজুড়ে পাঠক তো বটেই, সাহিত্যিকদের কাছেও উপন্যাসটির গ্রহণযোগ্যতা অসামান্য। ৫০ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে এ উপন্যাসের, অনুবাদ করা হয়েছে অন্তত ৪০টি ভাষায়। কালজয়ী সে উপন্যাস এবার আসছে পর্দায়। এটি অবলম্বনে সিরিজ নির্মাণ করছেন অ্যালেক্স গার্সিয়া লোপেজ ও লরা মোরা। ডিসেম্বরে সিরিজটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। গত বুধবার এক ঘোষণায় নেটফ্লিক্স জানিয়েছে, আট পর্ব করে দুই সিজনে নির্মিত হচ্ছে ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিচ্যুড’। প্রথম সিজন মুক্তি পাবে আগামী ১১ ডিসেম্বর। সিরিজটির শুটিং করা হয়েছে মার্কেসের দেশ কলম্বিয়ায়। এ কাজে মার্কেসের পরিবারও সর্বাত্মক সহযোগিতা করেছে। এতে অভিনয় করেছেন ক্লাউডিও কাতানো, জেরোনিমো ব্যারন, মারকো গনজালেস, লিওনার্দো সোতো, সুসানা মোরালেসসহ এক ঝাঁক কলম্বিয়ান। ২০১৯ সালে জানা গিয়েছিল, মার্কেসের বিখ্যাত এ উপন্যাসের স্বত্ব কিনেছে নেটফ্লিক্স। অবশেষে উপন্যাসটি আসছে পর্দায়।