
স্পোর্টস ডেস্ক
ক্রিকেটের ইতিহাসে ব্যাটিংটাকে যেন নিজের সাম্রাজ্য বানিয়ে রেখে গেছেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। কী টেস্ট কী ওয়ানডে - রান, গড়, সেঞ্চুরি, ফিফটি সবকিছুতেই যেন শচীনেরই রাজত্ব। ব্যাটিংয়ে সিংহভাগ রেকর্ডই নিজের দখলে নিয়ে অবসরে গিয়েছিলেন শচীন। সেসব রেকর্ডকে আবার এমন জায়গাতে রেখে গেছেন, অন্য কারও ভাঙাটাও খুব খুব কঠিন। যদিও শচীনের কিছু রেকর্ডে ইতোমধ্যে ভাগ বসিয়েছেন ভারতের আরেক ব্যাটিং গ্রেট বিরাট কোহলি। রান, সেঞ্চুরির সংখ্যায় শচীনের কাছাকাছিও চলে গেছেন কিছু ক্ষেত্রে। তবে টেস্ট ক্রিকেটে শচীনকে টেক্কা দিচ্ছেন ইংল্যান্ডের জো রুট। সাদা পোশাকে লাল বলে দিন দিন যেন অপ্রতিরোধ্য হয়ে উঠছেন রুট। এমন ফর্ম ধরে রাখতে পারলে হয়ত সর্বোচ্চ টেস্ট রানের মাইলফলকে শচীনকেও ছাড়িয়ে চলে যাবেন রুট। চলমান মুলতান টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৮২৩ রানের এভারেস্টসম পুঁজি তুলে ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। রুট হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি। মহাকাব্যিক ব্যাটিংয়ে ৩৭৫ বলে ২৬২ রানের ইনিংস খেলেছেন জো রুট। এই ইনিংস খেলার পথে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডে অ্যালিস্টার কুককে পেছনে ফেলে দিয়েছেন রুট, আগেই পেছনে ফেলেছিলেন সেঞ্চুরির রেকর্ডে। ১২৬৬৪ রান নিয়ে বর্তমানে টেস্টে সর্বোচ্চ রান করাদের তালিকায় ৫ম স্থানে রয়েছেন জো রুট। তার উপরে আছেন রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস, রিকি পন্টিং এবং একদম চূড়ায় আছেন শচীন টেন্ডুলকার। শীর্ষে থাকা শচীনের রান ১৫৯২১। দ্বিতীয় স্থানে থাকা পন্টিংয়ের রান ১৩৩৭৮। রুট বাদে শীর্ষ পাঁচে থাকা বাকি দুইজন দ্রাবিড় এবং ক্যালিসও আছেন ১৩ হাজারের ঘরে। বর্তমানে রুটের যে ফর্ম তাতে পন্টিং পর্যন্ত সবাইকে ছাড়িয়ে যেতে খুব একটা বেগ পাওয়ার কথা নয়।
ক্রিকেটের ইতিহাসে ব্যাটিংটাকে যেন নিজের সাম্রাজ্য বানিয়ে রেখে গেছেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। কী টেস্ট কী ওয়ানডে - রান, গড়, সেঞ্চুরি, ফিফটি সবকিছুতেই যেন শচীনেরই রাজত্ব। ব্যাটিংয়ে সিংহভাগ রেকর্ডই নিজের দখলে নিয়ে অবসরে গিয়েছিলেন শচীন। সেসব রেকর্ডকে আবার এমন জায়গাতে রেখে গেছেন, অন্য কারও ভাঙাটাও খুব খুব কঠিন। যদিও শচীনের কিছু রেকর্ডে ইতোমধ্যে ভাগ বসিয়েছেন ভারতের আরেক ব্যাটিং গ্রেট বিরাট কোহলি। রান, সেঞ্চুরির সংখ্যায় শচীনের কাছাকাছিও চলে গেছেন কিছু ক্ষেত্রে। তবে টেস্ট ক্রিকেটে শচীনকে টেক্কা দিচ্ছেন ইংল্যান্ডের জো রুট। সাদা পোশাকে লাল বলে দিন দিন যেন অপ্রতিরোধ্য হয়ে উঠছেন রুট। এমন ফর্ম ধরে রাখতে পারলে হয়ত সর্বোচ্চ টেস্ট রানের মাইলফলকে শচীনকেও ছাড়িয়ে চলে যাবেন রুট। চলমান মুলতান টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৮২৩ রানের এভারেস্টসম পুঁজি তুলে ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। রুট হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি। মহাকাব্যিক ব্যাটিংয়ে ৩৭৫ বলে ২৬২ রানের ইনিংস খেলেছেন জো রুট। এই ইনিংস খেলার পথে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডে অ্যালিস্টার কুককে পেছনে ফেলে দিয়েছেন রুট, আগেই পেছনে ফেলেছিলেন সেঞ্চুরির রেকর্ডে। ১২৬৬৪ রান নিয়ে বর্তমানে টেস্টে সর্বোচ্চ রান করাদের তালিকায় ৫ম স্থানে রয়েছেন জো রুট। তার উপরে আছেন রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস, রিকি পন্টিং এবং একদম চূড়ায় আছেন শচীন টেন্ডুলকার। শীর্ষে থাকা শচীনের রান ১৫৯২১। দ্বিতীয় স্থানে থাকা পন্টিংয়ের রান ১৩৩৭৮। রুট বাদে শীর্ষ পাঁচে থাকা বাকি দুইজন দ্রাবিড় এবং ক্যালিসও আছেন ১৩ হাজারের ঘরে। বর্তমানে রুটের যে ফর্ম তাতে পন্টিং পর্যন্ত সবাইকে ছাড়িয়ে যেতে খুব একটা বেগ পাওয়ার কথা নয়।