স্পোর্টস ডেস্ক
টেস্টে বর্তমানে বিশ্বের সবচেয়ে ভালো ফর্মে থাকা ক্রিকেটারের নামটা সম্ভবত জো রুট। কিছুদিন আগেই সেঞ্চুরির সংখ্যায় ইংল্যান্ডের সর্বকালের সেরা অ্যালিস্টার কুককে পেছনে ফেলেছিলেন তিনি, এবার ছাড়িয়ে গেলেন রানে। পাকিস্তানের বিপক্ষে চলমান মুলতান টেস্ট শুরুর আগে ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন ১২৪৭২ রান করা অ্যালিস্টার কুক। তার চেয়ে ৭০ রান কম নিয়ে গতকাল মুলতান টেস্ট শুরু করেছিলেন রুট। ম্যাচের প্রথম ইনিংসেই কুককে ছাড়িয়ে গেলেন রুট। গতকালের ইনিংসে ২৭৭ বলে ১৭৬ রানে অপরাজিত থাকেন তিনি। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে ঘরের মাঠে সেঞ্চুরির সংখ্যায় কুককে পেছনে ফেলেছিলেন রুট। সিরিজের দ্বিতীয় টেস্টের আগে রুটের সেঞ্চুরি ছিল ৩২টি। ৩৩ সেঞ্চুরি নিয়ে ইংল্যান্ডের সেরা ছিলেন কুক। ম্যাচে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে কুককে ছাড়িয়ে গেলেন রুট। গতকালের ১৭৬ রানের ইনিংসটি নিয়ে তার মোট সেঞ্চুরি সংখ্যা দাঁড়ালো ৩৫। কুক ১২৪৭২ রান করেছিলেন ১৬১ ম্যাচ এবং ২৯১ ইনিংস খেলে। রুট কুককে ছাড়িয়ে গেছেন ১৪ ম্যাচ এবং ২৩ ইনিংস কম খেলেই। ১৪৭তম টেস্ট ম্যাচের ২৬৮তম ইনিংসে ইংল্যান্ডের ইতিহাসের সবচেয়ে বেশি টেস্ট রানের মালিক হলেন রুট। টেস্টে রুটের যা ফর্ম তাতে সর্বকালের সেরাদের তালিকাতেও চূড়ায় উঠে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। বর্তমানে টেস্টে সবচেয়ে বেশি রানসংগ্রাহকদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন রুট। তার উপরে আছেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস এবং রাহুল দ্রাবিড়। চূড়ায় থাকা শচীনের রান ১৫৯২১। সম্প্রতি সবচেয়ে বেশি আলোচনা চলছে রুট শচীনকে ছাড়িয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে। উত্তরটা নিশ্চিতভাবেই সময় দেবে, তবে রুটের যা ফর্ম এবং বয়স তাতে বিষয়টাকে একদম উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই।
টেস্টে বর্তমানে বিশ্বের সবচেয়ে ভালো ফর্মে থাকা ক্রিকেটারের নামটা সম্ভবত জো রুট। কিছুদিন আগেই সেঞ্চুরির সংখ্যায় ইংল্যান্ডের সর্বকালের সেরা অ্যালিস্টার কুককে পেছনে ফেলেছিলেন তিনি, এবার ছাড়িয়ে গেলেন রানে। পাকিস্তানের বিপক্ষে চলমান মুলতান টেস্ট শুরুর আগে ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন ১২৪৭২ রান করা অ্যালিস্টার কুক। তার চেয়ে ৭০ রান কম নিয়ে গতকাল মুলতান টেস্ট শুরু করেছিলেন রুট। ম্যাচের প্রথম ইনিংসেই কুককে ছাড়িয়ে গেলেন রুট। গতকালের ইনিংসে ২৭৭ বলে ১৭৬ রানে অপরাজিত থাকেন তিনি। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে ঘরের মাঠে সেঞ্চুরির সংখ্যায় কুককে পেছনে ফেলেছিলেন রুট। সিরিজের দ্বিতীয় টেস্টের আগে রুটের সেঞ্চুরি ছিল ৩২টি। ৩৩ সেঞ্চুরি নিয়ে ইংল্যান্ডের সেরা ছিলেন কুক। ম্যাচে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে কুককে ছাড়িয়ে গেলেন রুট। গতকালের ১৭৬ রানের ইনিংসটি নিয়ে তার মোট সেঞ্চুরি সংখ্যা দাঁড়ালো ৩৫। কুক ১২৪৭২ রান করেছিলেন ১৬১ ম্যাচ এবং ২৯১ ইনিংস খেলে। রুট কুককে ছাড়িয়ে গেছেন ১৪ ম্যাচ এবং ২৩ ইনিংস কম খেলেই। ১৪৭তম টেস্ট ম্যাচের ২৬৮তম ইনিংসে ইংল্যান্ডের ইতিহাসের সবচেয়ে বেশি টেস্ট রানের মালিক হলেন রুট। টেস্টে রুটের যা ফর্ম তাতে সর্বকালের সেরাদের তালিকাতেও চূড়ায় উঠে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। বর্তমানে টেস্টে সবচেয়ে বেশি রানসংগ্রাহকদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন রুট। তার উপরে আছেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস এবং রাহুল দ্রাবিড়। চূড়ায় থাকা শচীনের রান ১৫৯২১। সম্প্রতি সবচেয়ে বেশি আলোচনা চলছে রুট শচীনকে ছাড়িয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে। উত্তরটা নিশ্চিতভাবেই সময় দেবে, তবে রুটের যা ফর্ম এবং বয়স তাতে বিষয়টাকে একদম উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই।