ইনজুরিতে দল থেকে ছিটকে গেলেন দিবালা

আপলোড সময় : ০৭-১০-২০২৪ ১১:২২:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৪ ১১:২২:৩৩ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক
বৈশ্বিক ফুটবলে চোটের মিছিল চলছেই। একের পর এক চোটে ছিটকে যাচ্ছেন তারকারা। সেই দল এবার ভারী করলেন পাওলো দিবালা। বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচের জন্য দলে ডাক পেয়েছিলেন দিবালা। তবে মাঠে নামার আগেই ছিটকে যেতে হলো রোমা তারকাকে। দিবালার চোটের খবর যদিও আনুষ্ঠানিকভাবে আসেনি। তবে বিভিন্ন গণমাধ্যমের খবর, রোমার হয়ে অনুশীলনের সময় গত শনিবার পেশিতে চোট পেয়েছেন এই উইঙ্গার। দিবালার আগে চোটের কারণে ছিটকে গেছেন নিকোলাস গঞ্জালেস। এই দুইজনের বদলি হিসেবে এখনও কাউকে ডাকেনি আর্জেন্টিনা। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর, কেবল একজনকেই দলে নিতে পারে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা। আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার মাঠে খেলবে আর্জেন্টিনা। পাঁচ দিন পর ঘরের মাঠে বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৮ ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ১০ দলের তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ভেনেজুয়েলা ছয়ে, ৯ পয়েন্ট নিয়ে বলিভিয়া আটে আছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net