
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁও সদরের এক কৃষি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে ৩০ জন কৃষকের ভুয়া স্বাক্ষর দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। কৃষকরা বলছেন, কৃষি অনুষ্ঠানে তাদের নাম ও টাকা বরাদ্দ থাকলেও তা জানেন না তারা। তবে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছের জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক।
সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের কিসমত তেওয়ারীগাঁও শাহপাড়া মোড় এলাকায় গিয়ে ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা এসব অভিযোগের কথা জানান। স্থানীয় কৃষকরা জানান, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গত বুধবার কিসমত তেওয়ারিগাঁও এলাকায় কৃষকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এই সভার সার্বিক দায়িত্বে ছিলেন গড়েয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আসাদ। সভায় ৫০ জন কৃষকের জন্য জনপ্রতি ৩০০ টাকা সম্মানি ভাতা বরাদ্দ থাকলেও তা দেয়া হয় মাত্র ১৮ থেকে ২০ জন কৃষককে। বাকি ৩০ জন কৃষকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আসাদের বিরুদ্ধে। রাজ্জাকুল ইসলাম নামে এক কৃষক বলেন, অবহিতকরণ সভায় আমাকে ডাকেনি। কিন্তু ওই সভায় অংশ নেয়ার তালিকায় আমার নাম ছিল। পরে শুনছি আমার টাকা ওই কৃষি কর্মকর্তা ভাগিয়ে নিয়েছে।
আঞ্জুয়ারা বেগম নামে এক কৃষাণী বলেন, সভায় আমার নামও ছিল কিন্তু আমি জানি না। পরে শুনছি আমার নামে ভুয়া স্বাক্ষর করে টাকা তুলে নিয়েছে কৃষি অফিসার। শুধু তাই নয় আমার নামের মতাে করে আরও তিনটি ভুয়া নাম বানিয়ে টাকা আত্মসাৎ করেন তিনি।