৫০ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা

আপলোড সময় : ০৬-১০-২০২৪ ১১:৩৬:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৪ ১১:৩৬:১৬ পূর্বাহ্ন
গত ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর সারা দেশের মতো চট্টগ্রামেও দুষ্কৃতিকারী কর্তৃক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগের ঘটনা ঘটেছে ।
জানা গেছে, চট্টগ্রামে বসবাসরত মহিলা আওয়ামী লীগ এর সদস্য মারজাহান মোশাররফ সাউথ মার্টিন ট্রেডার্স নামীয় একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। গত ৫ আগষ্ট বিকাল বেলা দুষ্কৃতিকারী ও বিএনপির চিহ্নিত সন্ত্রাসীগোষ্ঠি কর্তৃক চট্টগ্রামের জুবিলি রোডে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ব্যাপক লুটপাট চালায়। চট্টগ্রামের তার শাখা অফিস ও গোডাউনে লুটপাট চালিয়ে কম্পিউটার, ফার্নিচার ভাংচুর সহ ক্যাশে থাকে নগদ ১০ লক্ষ টাকা, ৪০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীরা শুধু লুটপাট করে ক্ষান্ত হয়নি, কখনো যদি পরবর্তীতে বাংলাদেশে তাকে দেখতে পায় তার ২ মেয়ে ও স্বামী সহ প্রাণনাশের হুমকি দেয়। এ প্রসঙ্গে মারজাহান মোশাররফ বলেন, আমি একজন নারী উদ্যোক্তা।
সরকারি নিয়ম মোতাবেক ব্যবসা পরিচালনা করছি ও নিয়মিত সরকারকে ট্যাক্স দিয়ে আসছি। গত  ৫ আগষ্ট বিকাল বেলা আনুমানিক ০৩ ঘটিকার সময় স্থানীয় বিএনপির সন্ত্রাসীরা আমার প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে।
আমার ক্যাশে থাকা নগদ ১০ লক্ষ টাকা ও ৪০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আমাকে ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেয়। ভবিষ্যতে আমাকে কোথাও দেখলে পরিবার সহ প্রাণনাশের হুমকি দেয়। আমার অপরাধ আমি মহিলা আওয়ামী লীগের সদস্য। এ বিষয়ে  তিনি আইনগত পদক্ষেপ নেবেন ।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : djanata123@gmail.com, ওয়েবসাইট : www.dainikjanata.net