
বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের প্রস্তাব শিগগির আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। গতকাল রোববার ফরিদপুর জেলা আইনজীবী সমিতিতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান প্রধান বিচারপতি। এর আগে গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশের বিচারকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের ঘোষণা দেন। ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, বার ও বেঞ্চ উভয় বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠায় একে অন্যের পরিপূরক, কখনোই প্রতিপক্ষ নয়। আইনজীবীদের কর্তব্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালত ও আইনের বিধি বিধানের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করে আদালতকে সহযোগিতা করা। তিনি আইনজীবীদের বলেন, আপনারা খেয়াল রাখবেন আদালতে যাতে এমন কোন পরিস্থিতির সৃষ্টি না হয়, যাতে বিচার প্রার্থীদের মনে আদালত ও আদালতের পবিত্রতা সম্পর্কে সংশয় থাকে। জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল কাদের মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ জিয়া হায়দার, জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার আবদুল জলিল। আরও উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সৈয়দ মোদারেস আলী ইসা, অ্যাডভোকেট মো. শাহজাহানসহ বিচার বিভাগের কর্মকর্তা ও জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।