ভেজা গায়ে উষ্ণতা ছড়ালেন ঋতাভরী

আপলোড সময় : ০৩-০৫-২০২৪ ০৭:২৬:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৫-২০২৪ ০৭:২৬:৫২ অপরাহ্ন
বিনোদন ডেস্ক
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মায়াবী লুকের ছবি পোস্ট করে দর্শক হৃদয়ে ঝড় তোলেন।  সম্প্রতি এই গ্রীষ্মের দাবদাহে ভেজা গায়ে মুক্তোর মালা জড়িয়ে নেটদুনিয়ায় আবারও উষ্ণতা ছড়ালেন ঋতাভরী। টলটলে সবুজ পানিতে থাই স্লিট ব্ল্যাক ড্রেসে তার মাঝে দাঁড়িয়েই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন ঋতাভরী। আর তার এ রূপে যেন মন্ত্রমুগ্ধ ভক্তরা। সংবাদমাধ্যম অনুযায়ী,এক্স ক্লাব সাঁলোর জন্য স্পেশাল এই ফটোশুট করেছিলেন ঋতাভরী।

মুক্তোর এই মালায় তাকে সাজিয়ে তুলেছেন বাবুসোনা সাহা। ছবি তুলেছেন শিলাদিত্য দত্ত। মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন ঋতাভরী। তার পর শুরু হয় টেলিভিশনের যাত্রা। আজও বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে ‘ওগো বধূ সুন্দরী’ তিনি। এখন সিনেমা বেছেই করতে ভালোবাসেন ঋতাভরী। তাই তো ‘ব্রহ্মা জানের গোপন কম্মটি’, ‘ফাটাফাটি’র মতো সিনেমার মাধ্যমে দর্শকদের প্রশংসা আদায় করে নেন।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net