অর্থনৈতিক রিপোর্টার
নগদ টাকার সংকট কাটাতে পাঁচ ব্যাংককে টাকা ধার নেয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার তারল্য সংকটে থাকা এসব ব্যাংককে এ-সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে। এর ফলে অন্য ব্যাংক থেকে টাকা ধার পাওয়ার সুযোগ তৈরি হলো এসব ব্যাংকের। এ জন্য টাকা ধার দেয়া ব্যাংককে ‘গ্যারান্টি দিচ্ছে’ কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকগুলো হল: বেসরকারি খাতের ন্যাশনাল, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। ব্যাংকগুলো এতদিন এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে নতুনদের দায়িত্ব দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আপাতত তীব্র সংকটে পড়া পাঁচ ব্যাংককে প্রথম ধাপে তারল্য সহায়তা দেয়া হলেও আবেদনের পরিপ্রেক্ষিতে বাকি ব্যাংকগুলোকেও তা দেয়া হবে। জানা গেছে, এই ৫ ব্যাংকের বাইরে ইসলামী ব্যাংকসহ আরও কয়েকটি ব্যাংক তারল্য সংকটে রয়েছে। এ পর্যন্ত বিশেষ ধার চেয়ে ৮টি ব্যাংক চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে। এরইমধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে টাকা ধার দিতে অনুমিত দেয়ার তথ্য জানিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, পাঁচ ব্যাংক তারল্য সহায়তা পাবে। যেসব ব্যাংক থেকে তারল্য সহায়তা চাওয়া হয়েছে সেগুলো সংকটে থাকা ব্যাংকগুলোকে অর্থ দেবে। উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক খাতে নানা পরিবর্তন আনে অন্তর্র্বতী সরকার। এস আলম গ্রুপের এসব শরিয়াভিত্তিক ইসলামি ধারার ব্যাংকগুলোকে আগের সরকারের সময়কার গভর্নরের বিশেষ সুবিধায় দেয়া তারল্য সহায়তা বন্ধ করে দেন নতুন গভর্নর আহসান এইচ মনসুর। এতে ব্যাংকগুলোতে তীব্র তারল্য সংকট তৈরি হয়।