রাজনৈতিক দলসহ বিভিন্ন পেশাজীবী দাবি আদায়ে শাহবাগ-পল্টনসহ গুরুত্বপূর্ণ সড়কে সভা-সমাবেশ করায় দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে যানজট। তার উপর প্রতিদিন কোথায়ও না কোথায়ও বিভিন্ন পেশাজীবীরা তাদের দাবি-দওয়া প্রশ্নে পান থেকে চুন খসলে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন। এতে রাজধানীজুড়ে তীব্র যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসী। এছাড়া সিগন্যালে আটকা পড়ে কর্মব্যস্ত মানুষের পথেই নষ্ট হচ্ছে অনেকটা সময়। অন্যদিকে আইন-কানুন না মেনে সময় বাঁচাতে ফুটপাতে চলছে মোটরসাইকেল। আর এতে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়ে যাচ্ছে।
জানা গেছে, যানজট নামের এই দুর্ভোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ঢাকায় প্রতিনিয়ত মানুষের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। এতে তীব্র যানজটে দিশেহারা নগরবাসী। সোমবারের তুলনায় গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ির চাপ বেড়ে যায়। বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা গেছে। সিগন্যালে আটকা পড়ে কর্মব্যস্ত মানুষের পথেই নষ্ট হচ্ছে অনেকটা সময়। এছাড়া বিভিন্ন সড়কের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় সেবা সংস্থাগুলোর রাস্তা কাটার কাজ চলছে। এ কারণে রাস্তা সরু হয়ে যাওয়ায় ওইসব এলাকায় বেশ যানজটের সৃষ্টি হচ্ছে। চলাফেরায় ভোগান্তিতে পড়তে হচ্ছে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীদের। যানজটে গাড়িতে বসে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে অফিসগামী মানুষকে। বেলা বাড়ার সঙ্গে শহরে যানজটের পরিমাণও বাড়ে। ফলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় গাড়ি আটকে রয়েছেন অনেকে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে রাজধানীর গুলিস্তান-মতিঝিল, পল্টন, শাহবাগ, ফামগেইট, সাইন্সল্যাব, বিমানবন্দর, কুড়িল, বনানী, বাড্ডা, মহাখালী, হাতিরঝিল, রামপুরা, কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডি, যাত্রাবাড়ী ও কালশী এলাকায় যানজট রয়েছে। বেলা বাড়ার সঙ্গে রাস্তায় গাড়ির চাপও বাড়ছে বলে জানা যায়। তবে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা চলছে বিমানবন্দর থেকে মহাখালী পর্যন্ত সড়কে। সকাল থেকেই বিমানবন্দর সড়ক থেকে মহাখালী পর্যন্ত তীব্র যানজট। গাড়ি এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। দীর্ঘসময় গাড়িতে বসে থেকে হাল ছেড়ে হেঁটে রওনা দিয়েছেন অফিসগামীরা। সকালে রাজধানীর বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত সড়কে সরেজমিনে দেখা যায়, বিমানবন্দর থেকে শেওড়া ওভার ব্রিজ পর্যন্ত যানচলাচল স্থবির হয়ে রয়েছে। শেওড়া থেকে বনানী পর্যন্ত সড়কে ধীরগতিতে যানচলাচল করছে। আবার বনানী থেকে ধীরগতিতে যানচলাচলের কারণে মহাখালী পার হয়ে জাহাঙ্গীর গেট এলাকা পর্যন্ত সৃষ্টি হয়েছে যানজট। এদিন সকাল থেকে চলমান যানজটের প্রভাব পড়ছে হাতিরঝিল এলাকায়ও। সাধারণত রাজধানীর অন্য সব এলাকায় যানজট থাকলেও এই এলাকা যানজটমুক্ত থাকে। এই যানজট সোনারগাঁও হোটেল সিগন্যাল পর্যন্ত পৌঁছেছে। এ বিষয়ে হাতিরঝিল দিয়ে যাতায়াতকারী এক যাত্রী বলেন, যানজট থেকে হাতিরঝিলও রক্ষা পায়নি। সাধারণত হাতিরঝিলে যানজট থাকে না। রাজধানীর উত্তরা, বনানী, মহাখালী, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি মোর, ফার্মগেট, শাহবাগ, মৎস্যভবন ও পল্টন সড়কে সকাল থেকে ছিল যানবাহনের চাপ। অফিসগামী যাত্রী ছাড়াও বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীদের দীর্ঘ সময় যানজটে বসে থাকতে হয়েছে। গতকালের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নির্ধারিত সময়ের আগে বাসা থেকে বের হয়েও যানজটে আটকে থাকতে হয়েছে অনেককে। রাজধানীর মতিঝিলের এক বাসিন্দা বলেন, গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির সমাবেশে যানজট বেড়েছে। এছাড়া আইন-কানুন না মেনে সময় বাঁচাতে ফুটপাতে চলছে মোটরসাইকেল। আর এতে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়ে গেছে। রাজধানীর মগবাজারের বাসিন্দা মামুনুল হক বলেন, অফিস শেষে একটি ছোট কাজ করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়েছি। আরেক বাসিন্দা কালাম বলেন, সকালে খোঁজখবর নিয়ে ধানমন্ডি যাওয়ার পরিকল্পনা করি। সকালে যানজট থাকবে এই ভেবে বেলা ১১টার পর বাসা থেকে বের হই। তখন কল্যাণপুরের সড়কটিতে গাড়ির চাপ তেমন ছিল না। মোটামুটি স্বাচ্ছন্দেই গন্তব্যে যেতে পেরেছি।
যানজটের সমাধান খুঁজতে নির্দেশ: রাজধানী ঢাকার যানজট নিরসনে দ্রুত ও কার্যকর সমাধান খুঁজতে পুলিশ ও দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। এ সময় রাজধানীর ২ কোটি মানুষের জন্য ট্রাফিক সমস্যা সমাধানে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) দ্রুত ও কার্যকর সমাধান খুঁজতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আমাদের যানজট দূর করতে হবে। দ্রুতই একটি সমাধান খুঁজে বের করতে হবে। এ সময় তিনি ট্রাফিক পুলিশকে যানজট সমাধানে পাইলট প্রকল্প নেয়ারও নির্দেশ দেন। প্রাথমিকভাবে ২-৩টি মূল সড়কে ২ মিনিটের কম দূরত্বে বাসস্টপেজ না রাখা এবং পরবর্তীতে অন্য সড়কগুলোতেও একই পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। এ সময় বুয়েটের বিশেষজ্ঞদের শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে নিজস্ব পদ্ধতিতে অন্তত একটি এলাকায় এ সংকট সমাধানের উপায় বের করার তাগিদ দেন ড. ইউনূস। এ ছাড়া স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক সিগন্যাল পদ্ধতির ত্রুটি সারানোর ওপরও জোর দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে ট্রাফিক পুলিশকে দু-তিনটি গুরুত্বপূর্ণ সড়কের ছোট স্টেশনগুলোতে বাস থামানোর সময়কে দুই মিনিটের কম সময়ে সীমাবদ্ধ করা এবং পরবর্তী সময়ে নগরীর অন্যান্য রাস্তায়ও অনুরূপ ব্যবস্থা গ্রহণের মতো যানজট নিরসনমূলক কিছু পাইলট প্রকল্প গ্রহণ করার আহ্বান জানানো হয়।
জানা গেছে, যানজট নামের এই দুর্ভোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ঢাকায় প্রতিনিয়ত মানুষের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। এতে তীব্র যানজটে দিশেহারা নগরবাসী। সোমবারের তুলনায় গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ির চাপ বেড়ে যায়। বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা গেছে। সিগন্যালে আটকা পড়ে কর্মব্যস্ত মানুষের পথেই নষ্ট হচ্ছে অনেকটা সময়। এছাড়া বিভিন্ন সড়কের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় সেবা সংস্থাগুলোর রাস্তা কাটার কাজ চলছে। এ কারণে রাস্তা সরু হয়ে যাওয়ায় ওইসব এলাকায় বেশ যানজটের সৃষ্টি হচ্ছে। চলাফেরায় ভোগান্তিতে পড়তে হচ্ছে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীদের। যানজটে গাড়িতে বসে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে অফিসগামী মানুষকে। বেলা বাড়ার সঙ্গে শহরে যানজটের পরিমাণও বাড়ে। ফলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় গাড়ি আটকে রয়েছেন অনেকে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে রাজধানীর গুলিস্তান-মতিঝিল, পল্টন, শাহবাগ, ফামগেইট, সাইন্সল্যাব, বিমানবন্দর, কুড়িল, বনানী, বাড্ডা, মহাখালী, হাতিরঝিল, রামপুরা, কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডি, যাত্রাবাড়ী ও কালশী এলাকায় যানজট রয়েছে। বেলা বাড়ার সঙ্গে রাস্তায় গাড়ির চাপও বাড়ছে বলে জানা যায়। তবে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা চলছে বিমানবন্দর থেকে মহাখালী পর্যন্ত সড়কে। সকাল থেকেই বিমানবন্দর সড়ক থেকে মহাখালী পর্যন্ত তীব্র যানজট। গাড়ি এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। দীর্ঘসময় গাড়িতে বসে থেকে হাল ছেড়ে হেঁটে রওনা দিয়েছেন অফিসগামীরা। সকালে রাজধানীর বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত সড়কে সরেজমিনে দেখা যায়, বিমানবন্দর থেকে শেওড়া ওভার ব্রিজ পর্যন্ত যানচলাচল স্থবির হয়ে রয়েছে। শেওড়া থেকে বনানী পর্যন্ত সড়কে ধীরগতিতে যানচলাচল করছে। আবার বনানী থেকে ধীরগতিতে যানচলাচলের কারণে মহাখালী পার হয়ে জাহাঙ্গীর গেট এলাকা পর্যন্ত সৃষ্টি হয়েছে যানজট। এদিন সকাল থেকে চলমান যানজটের প্রভাব পড়ছে হাতিরঝিল এলাকায়ও। সাধারণত রাজধানীর অন্য সব এলাকায় যানজট থাকলেও এই এলাকা যানজটমুক্ত থাকে। এই যানজট সোনারগাঁও হোটেল সিগন্যাল পর্যন্ত পৌঁছেছে। এ বিষয়ে হাতিরঝিল দিয়ে যাতায়াতকারী এক যাত্রী বলেন, যানজট থেকে হাতিরঝিলও রক্ষা পায়নি। সাধারণত হাতিরঝিলে যানজট থাকে না। রাজধানীর উত্তরা, বনানী, মহাখালী, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি মোর, ফার্মগেট, শাহবাগ, মৎস্যভবন ও পল্টন সড়কে সকাল থেকে ছিল যানবাহনের চাপ। অফিসগামী যাত্রী ছাড়াও বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীদের দীর্ঘ সময় যানজটে বসে থাকতে হয়েছে। গতকালের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নির্ধারিত সময়ের আগে বাসা থেকে বের হয়েও যানজটে আটকে থাকতে হয়েছে অনেককে। রাজধানীর মতিঝিলের এক বাসিন্দা বলেন, গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির সমাবেশে যানজট বেড়েছে। এছাড়া আইন-কানুন না মেনে সময় বাঁচাতে ফুটপাতে চলছে মোটরসাইকেল। আর এতে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়ে গেছে। রাজধানীর মগবাজারের বাসিন্দা মামুনুল হক বলেন, অফিস শেষে একটি ছোট কাজ করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়েছি। আরেক বাসিন্দা কালাম বলেন, সকালে খোঁজখবর নিয়ে ধানমন্ডি যাওয়ার পরিকল্পনা করি। সকালে যানজট থাকবে এই ভেবে বেলা ১১টার পর বাসা থেকে বের হই। তখন কল্যাণপুরের সড়কটিতে গাড়ির চাপ তেমন ছিল না। মোটামুটি স্বাচ্ছন্দেই গন্তব্যে যেতে পেরেছি।
যানজটের সমাধান খুঁজতে নির্দেশ: রাজধানী ঢাকার যানজট নিরসনে দ্রুত ও কার্যকর সমাধান খুঁজতে পুলিশ ও দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। এ সময় রাজধানীর ২ কোটি মানুষের জন্য ট্রাফিক সমস্যা সমাধানে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) দ্রুত ও কার্যকর সমাধান খুঁজতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আমাদের যানজট দূর করতে হবে। দ্রুতই একটি সমাধান খুঁজে বের করতে হবে। এ সময় তিনি ট্রাফিক পুলিশকে যানজট সমাধানে পাইলট প্রকল্প নেয়ারও নির্দেশ দেন। প্রাথমিকভাবে ২-৩টি মূল সড়কে ২ মিনিটের কম দূরত্বে বাসস্টপেজ না রাখা এবং পরবর্তীতে অন্য সড়কগুলোতেও একই পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। এ সময় বুয়েটের বিশেষজ্ঞদের শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে নিজস্ব পদ্ধতিতে অন্তত একটি এলাকায় এ সংকট সমাধানের উপায় বের করার তাগিদ দেন ড. ইউনূস। এ ছাড়া স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক সিগন্যাল পদ্ধতির ত্রুটি সারানোর ওপরও জোর দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে ট্রাফিক পুলিশকে দু-তিনটি গুরুত্বপূর্ণ সড়কের ছোট স্টেশনগুলোতে বাস থামানোর সময়কে দুই মিনিটের কম সময়ে সীমাবদ্ধ করা এবং পরবর্তী সময়ে নগরীর অন্যান্য রাস্তায়ও অনুরূপ ব্যবস্থা গ্রহণের মতো যানজট নিরসনমূলক কিছু পাইলট প্রকল্প গ্রহণ করার আহ্বান জানানো হয়।