লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার কাউন্সিলর রাশেদুল হাসানের নির্মাধীন তিনতলা বাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বিএনপি নেতা আবদুস সাত্তারের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় পৌর এলাকার রতনপুরে এ ঘটনা ঘটেছে। রাশেদুল হাসান জানান, ১৫ থেকে ২০ জন সহযোগী নিয়ে রামগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুস সাত্তার তার নির্মাণাধীন বাড়িতে ভাঙচুর করেছেন। এ সময় বাড়ির কাজে ব্যবহারের জন্য রাখা ৫ টন রড এবং ৫০ ব্যাগ সিমেন্ট লুট করা হয়েছে। তিনি আরও জানান, ৬ শতাংশ জমিতে এক বছর আগে বাড়িটির নির্মাণকাজ শুরু করেন। তিনতলা বাড়ির প্রায় ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে বিভিন্ন সরঞ্জাম নিয়ে বাড়িতে হামলা করে সবগুলো দেয়াল ভেঙে ফেলে আবদুস সাত্তারের লোকজন। দুই-তিন ঘণ্টা ধরে ভাঙচুর চালালেও তারা কেউ বাধা দেওয়ার সাহস পাননি। এ পরিস্থিতিতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ১টায় সরেজমিন দেখা যায়, নির্মাণাধীন তিনতলা বাড়ির সব তলায় ইট ছড়ানো-ছিটানো। ভেঙে ফেলা হয়েছে দেয়াল থেকে শুরু করে দরজা-জানালা এবং নির্মাণকাজের ব্যবহার্য সব জিনিস। এলাকার লোকজন জানান, দেশি অস্ত্র নিয়ে বাড়ি ভাঙচুর শুরু করলে শব্দ শুনে এলাকাবাসী এসে জড়ো হন। তবে কেউ হামলাকারীদের বাধা দিতে সাহস পাননি। বাড়ি ভাঙার বিষয়টি স্বীকার করে আবদুস সাত্তার বলেন, ‘আমার মালিকানাভুক্ত জমিতে জোর করে ওই বাড়ি তোলা হয়েছে। এজন্য ভেঙে ফেলেছি। তবে রড ও সিমেন্ট লুট করে নেওয়ার অভিযোগ সঠিক নয়।’ হামলার বিষয়ে অবহিত আছেন জানিয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান সাংবাদিকদের বলেন, ‘অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’