
মহসিন আলম মুহিন
মনের মত মন পেলে জীবনটা হয় সুখের,
মন ভালো না পেলে জীবনটা হয় দুঃখের।।
বাঁকা মন নষ্ট ভ্রষ্ট কূট চাল আর ভয়,
ভালো হারা, স্বপ্ন নষ্ট শান্তি সুখের ক্ষয়।।
মন আর মনের মিলে সব কিছু হয় সুন্দর,
ঘর হাসে ছন্দ তালে জুড়ায় মন-প্রাণ অন্তর।।
মনের মত মন পাওয়া ভাগ্যে লেখা রবের দান,
মনের যত চাওয়া পাওয়া দূর হয় সব পেরেশান।।
মনের মত মন পেলে জীবনটা হয় সুখের,
মন ভালো না পেলে জীবনটা হয় দুঃখের।।
বাঁকা মন নষ্ট ভ্রষ্ট কূট চাল আর ভয়,
ভালো হারা, স্বপ্ন নষ্ট শান্তি সুখের ক্ষয়।।
মন আর মনের মিলে সব কিছু হয় সুন্দর,
ঘর হাসে ছন্দ তালে জুড়ায় মন-প্রাণ অন্তর।।
মনের মত মন পাওয়া ভাগ্যে লেখা রবের দান,
মনের যত চাওয়া পাওয়া দূর হয় সব পেরেশান।।