
আবু জুবায়ের
যেখানে সময় থেমে যাবে, দুঃখ ভুলে যাবে মন,
হারিয়ে যাবো নতুন স্বপ্নের সন্ধানে।
চেনা শহরের কোলাহল ছেড়ে,
অজানা গাঁয়ের নির্জনতা খুঁজবো
সেখানে কোনোরকম ব্যস্ততা নেই, নেই কোনো বাধা,
শুধু প্রকৃতির স্নিগ্ধতা, নিরবচ্ছিন্ন শান্তি
নীল আকাশের নিচে, সবুজের মাঝে,
একাকী হাঁটবো নির্ভীক,
কেউ জানবে না পথটা কোন দিকে যাচ্ছে ।
পাতার মর্মর ধ্বনি , নদীর কলকল বয়ে যাওয়ার শব্দ
চোখ বন্ধ করে শুনবো গাছগাছালির গান
একমনে দেখবো সূর্যাস্তের আবীরে ভরা মেঘ ,
আকাশে রঙ বদলাবে, আমিও বদলে যাবো
কোনো স্মৃতি ধরে রাখবো না, ভুলে যাবো সব ব্যথা,
নতুন করে শুরু করবো, শুধু নিজেকে খুঁজবো
যেখানে সময় থেমে যাবে , দুঃখ ভুলে যাবে মন
সেখানে শুরু হবে শূন্যতায় ভরা জীবন যাপন।
যেখানে সময় থেমে যাবে, দুঃখ ভুলে যাবে মন,
হারিয়ে যাবো নতুন স্বপ্নের সন্ধানে।
চেনা শহরের কোলাহল ছেড়ে,
অজানা গাঁয়ের নির্জনতা খুঁজবো
সেখানে কোনোরকম ব্যস্ততা নেই, নেই কোনো বাধা,
শুধু প্রকৃতির স্নিগ্ধতা, নিরবচ্ছিন্ন শান্তি
নীল আকাশের নিচে, সবুজের মাঝে,
একাকী হাঁটবো নির্ভীক,
কেউ জানবে না পথটা কোন দিকে যাচ্ছে ।
পাতার মর্মর ধ্বনি , নদীর কলকল বয়ে যাওয়ার শব্দ
চোখ বন্ধ করে শুনবো গাছগাছালির গান
একমনে দেখবো সূর্যাস্তের আবীরে ভরা মেঘ ,
আকাশে রঙ বদলাবে, আমিও বদলে যাবো
কোনো স্মৃতি ধরে রাখবো না, ভুলে যাবো সব ব্যথা,
নতুন করে শুরু করবো, শুধু নিজেকে খুঁজবো
যেখানে সময় থেমে যাবে , দুঃখ ভুলে যাবে মন
সেখানে শুরু হবে শূন্যতায় ভরা জীবন যাপন।