ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেওয়া মানে রাশিয়ার সঙ্গে যুদ্ধের শামিল: পুতিন

আপলোড সময় : ১৪-০৯-২০২৪ ০১:০৬:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৪ ০১:০৬:৫৩ পূর্বাহ্ন
পশ্চিমা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার মাটিতে যদি ব্যবহারের অনুমোদন দেওয়া হয় তাহলে তারা রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। পশ্চিমাদের এমন পদক্ষেপে সংঘাতের মোড় ঘুরে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। খবর রয়টার্সের।
সম্প্রতি পশ্চিমা মিত্রদের কাছে রাশিয়ার অভ্যন্তরে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শান্তি ফিরিয়ে আনার জন্য এমন পদক্ষেপ প্রয়োজন বলেও জানান তিনি। এমন পরিস্থিতিতে পুতিন বলেছেন, যারা কিয়েভকে এ ধরনের অস্ত্র দেবে তারাও সরসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। তাছাড়া এ ধরনের ক্ষেপণাস্ত্র পরিচালিত হবে ন্যাটোর বাহিনী দিয়ে। কারণ ইউক্রেনের সেই সক্ষমতা নেই। পুতিন বলেন, সুতরাং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ায় হামলা করবে কি করবে না সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো ন্যাটোভুক্ত দেশগুলো সরাসরি যুদ্ধে জড়াবে কি না। রুশ প্রেসিডেন্ট বলেন, যদি এ দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়, তহলে তা ন্যাটোভুক্ত দেশগুলোর সরসারি যুদ্ধে জড়ানোর থেকে কম নয়। এর মাধ্যমে তারা সরাসরি যুদ্ধে অংশ নেবে। ফলে এতে সংঘাতের মোড় ঘুরে যাবে বলে জানান তিনি।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net