
জুনিয়ার ডাক্তারদের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ায় নবান্ন থেকে হাতজোর করে বার্তা মুখ্যমন্ত্রীর। মমতা বলেন, অভয়ার বিচার প্রয়োজনে পদত্যাগেও রাজি আমি। এদিন নবান্নে আন্দোলনকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আমরা চাই সিবিআই দ্রুত তদন্ত করুক। আমরাও চাই নির্যাতিতা বিচার পাক। মানুষে নির্যাতিতার বিচার চাইতে এসেছিলেন। মানুষের স্বার্থে পদত্যাগ করতেও রাজি আছি।
পাশাপাশি মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা ডাক্তারদের আন্দোলনের ফলে ইতিমধ্যেই ২৭ জনের ওপর রোগীর মৃত্যু হয়েছে। কিডনি-কার্ডিয়াক অনেক রোগী দিনের পর দিন বিনা চিকিৎসায় রয়েছেন। ৩২ দিন ধরে অপেক্ষা করছেন রোগীরা। দূর্ঘটনায় মারা গিয়েছেন অনেকে। অনেক সিনিয়ার ডাক্তারদের কাজকে শ্রদ্ধা করি। আমি অনুরোধ করছি ডাক্তাররা কাজে ফিরুন। হাতজোরে জুনিয়ার ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। অনেক ধৈর্য্য ধরেছি, এবার কাজে যোগ দিন।
তিনি বলেন, আমরা দু-ঘন্টা ১০ মিনিট অপেক্ষা করছিলাম সভাঘরে। আমরা খোলা মনে ডাক্তার ভাই বোনেদের আলোচনায় আমন্ত্রন জানিয়েছিলাম। এর আগেও দু-দিন অপেক্ষে করেছিলাম তারা, আসতে পারেনি। কথা বললে সমস্যার সমাধান হয়। আমরা তাদের ক্ষমা করে দিয়েছি। গতকাল বৃহস্পতিবার দু’ঘণ্টা হয়ে গেলেও তারা এলেন না। ওরা ছোট, দেরি করে এলেও ওদের ক্ষমা করিনি। স্পষ্ট বার্তা মমতার।
মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট লাইভ টেলিকাস্ট করতে পারে, কারন ওটা বিচারাধীন বিষয়। কিন্তু কোনও বিচারাধীন কোনও বিষয় নিয়ে লাইভে প্রশাসনিক বৈঠক করা যায়না। আমরা রেকর্ডিং সিস্টেম রেখেছিলাম। কিন্তু লাইভ টেলিকাস্ট সম্ভব নয়।
পাশাপাশি মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা ডাক্তারদের আন্দোলনের ফলে ইতিমধ্যেই ২৭ জনের ওপর রোগীর মৃত্যু হয়েছে। কিডনি-কার্ডিয়াক অনেক রোগী দিনের পর দিন বিনা চিকিৎসায় রয়েছেন। ৩২ দিন ধরে অপেক্ষা করছেন রোগীরা। দূর্ঘটনায় মারা গিয়েছেন অনেকে। অনেক সিনিয়ার ডাক্তারদের কাজকে শ্রদ্ধা করি। আমি অনুরোধ করছি ডাক্তাররা কাজে ফিরুন। হাতজোরে জুনিয়ার ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। অনেক ধৈর্য্য ধরেছি, এবার কাজে যোগ দিন।
তিনি বলেন, আমরা দু-ঘন্টা ১০ মিনিট অপেক্ষা করছিলাম সভাঘরে। আমরা খোলা মনে ডাক্তার ভাই বোনেদের আলোচনায় আমন্ত্রন জানিয়েছিলাম। এর আগেও দু-দিন অপেক্ষে করেছিলাম তারা, আসতে পারেনি। কথা বললে সমস্যার সমাধান হয়। আমরা তাদের ক্ষমা করে দিয়েছি। গতকাল বৃহস্পতিবার দু’ঘণ্টা হয়ে গেলেও তারা এলেন না। ওরা ছোট, দেরি করে এলেও ওদের ক্ষমা করিনি। স্পষ্ট বার্তা মমতার।
মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট লাইভ টেলিকাস্ট করতে পারে, কারন ওটা বিচারাধীন বিষয়। কিন্তু কোনও বিচারাধীন কোনও বিষয় নিয়ে লাইভে প্রশাসনিক বৈঠক করা যায়না। আমরা রেকর্ডিং সিস্টেম রেখেছিলাম। কিন্তু লাইভ টেলিকাস্ট সম্ভব নয়।