কৃষিখাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় আর্জেন্টিনা

আপলোড সময় : ১১-০৯-২০২৪ ১২:১৭:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৯-২০২৪ ১২:১৭:৪৭ পূর্বাহ্ন
কৃষিখাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় আর্জেন্টিনা। ধানের পোকা নিধনে বাংলাদেশ ও আর্জেন্টিনার ধান গবেষণা কেন্দ্র এ বিষয়ে একসঙ্গে কাজ করতে পারে বলে জানিয়েছেন ওই দেশের রাষ্ট্রদূত মারসেয়ো কেসা। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারসেয়ো কেসার সৌজন্য সাক্ষাতে দুই দেশের মধ্যে কৃষিখাত সহযোগিতা ছাড়াও বাণিজ্য, জ¦ালানি, ফুটবলসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ফেসবুক পোস্টে বিষয়টি জানানো হয়েছে। পোস্টে জানানো হয়, বাংলাদেশের তুলা উন্নয়ন বোর্ড এবং আর্জেন্টিনার জাতীয় কৃষি ইনস্টিটিউটের মধ্যে একটি কাঠামো চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং এ বিষয়ে রাষ্ট্রদূত উপদেষ্টাকে অবহিত করেন। ফুটবল সহযোগিতার বিষয়ে আর্জেন্টিনার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের খেলার মান বৃদ্ধির জন্য তারা অবদান রাখতে পারে। এজন্য আর্জেন্টিনার কোনো ফুটবল ক্লাব ঢাকা সফর করতে পারে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net