বিনোদন ডেস্ক
ভারতীয় বাংলা সিনেমার পরিচালক-অভিনেতা অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন এক অভিনেত্রী। এ নিয়ে মহিলা কমিশনে অভিযোগ জানানোর পর এবার মামলা দায়ের করলেন ভুক্তভোগী অভিনেত্রী। এক প্রতিবেদনে জানিয়েছে, কলকাতার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় অরিন্দমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক অভিনেত্রী। ওই এলাকার একটি রিসোর্টে শুটিং চলাকালীন ওই অভিনেত্রীকে পরিচালক অরিন্দম যৌন হেনস্তা করেছেন বলে দাবি অভিনেত্রীর। তাই নিকটবর্তী থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনার জেরে টলিউডের ডিরেক্টরস গিল্ডও অরিন্দম শীলকে বরখাস্ত করেছে। যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর থেকেই তা অস্বীকার করে আসছেন অরিন্দম শীল। তার বিরুদ্ধে মামলা হওয়ার পরও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। এ অভিনেতা বলেন, ‘আইন আইনের পথে চলবে। তার জন্য যা করার করতে হবে। আমি বারবার একটাই কথা বলছি, একটি দৃশ্যে অভিনয় করে দেখানোর সময়, আমার শিল্পী যদি অস্বস্তি অনুভব করে থাকেন, তাহলে তখন বলেননি কেন? আর যদি অস্বস্তি বোধ করে থাকেন, তার জন্য আমি দুঃখিত। পুরো ঘটনাই অনভিপ্রেত।’ টলিউডের গুণী অভিনেতা অরিন্দম শীল। ১৯৯৯ সালে ‘তুমি এলে তাই’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। একই বছর তিনি আরো তিনটি সিনেমায় অভিনয় করেন। এরপর অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা।