ভিয়েতনামে সুপার টাইফুন ইয়াগি ভিয়েতনামে তাণ্ডব চালিয়েছে। টাইফুনটির আঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ৫৯ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে শক্তিশালী টাইফুন ইয়াগির আঘাতে ভূমিধসের ঘটনাও ঘটেছে। চলতি বছর আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি। শনিবার স্থানীয় সময় দুপুরে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূল দিয়ে স্থলে আঘাত হানে টাইফুন ইয়াগি। এ সময় ঘণ্টায় ২০৩ কিলোমিটার বেগে ভিয়েতনামের হাই ফোং এবং কোয়াং নিহ অঞ্চলে আছড়ে পড়ে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার আঘাত হানা সুপার টাইফুনের প্রভাবে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে অনেক এলাকা। এ ছাড়া দেশটির বিভিন্ন অঞ্চলে বহু গাছপালা ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যাহত হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় গতকাল সোমবার বন্যা আরো বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এদিকে শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের আঘাতে বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দেশটির কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিধসে অন্তত ৪৪ জন নিহত হয়েছে। ভূমিধসের বিষয়ে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইয়াগির প্রভাবে কয়েক ঘণ্টা টানা বৃষ্টিপাতের পর মধ্যরাতের দিকে ভূমিধসের ঘটনা ঘটে। ঝড়টি এখন পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। ভিয়েতনামের উপকূলীয় শহরগুলো থেকে প্রায় ৫০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। লোকজনকে এই সময়ে বাড়িতেই অবস্থান করার জন্য সতর্ক করা হয়েছে। হ্যানয়সহ উত্তরাঞ্চলের ১২টি প্রদেশে সব স্কুল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। ভিয়েতনামে আঘাত হানার আগে চীন এবং ফিলিপাইনে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়টি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার আঘাত হানা সুপার টাইফুনের প্রভাবে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে অনেক এলাকা। এ ছাড়া দেশটির বিভিন্ন অঞ্চলে বহু গাছপালা ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যাহত হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় গতকাল সোমবার বন্যা আরো বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এদিকে শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের আঘাতে বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দেশটির কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিধসে অন্তত ৪৪ জন নিহত হয়েছে। ভূমিধসের বিষয়ে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইয়াগির প্রভাবে কয়েক ঘণ্টা টানা বৃষ্টিপাতের পর মধ্যরাতের দিকে ভূমিধসের ঘটনা ঘটে। ঝড়টি এখন পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। ভিয়েতনামের উপকূলীয় শহরগুলো থেকে প্রায় ৫০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। লোকজনকে এই সময়ে বাড়িতেই অবস্থান করার জন্য সতর্ক করা হয়েছে। হ্যানয়সহ উত্তরাঞ্চলের ১২টি প্রদেশে সব স্কুল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। ভিয়েতনামে আঘাত হানার আগে চীন এবং ফিলিপাইনে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়টি।