বেসামরিকদের লক্ষ্য করে হামলা বাড়িয়েছে মিয়ানমার জান্তা

আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ১০:২০:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৪ ১০:২০:২০ অপরাহ্ন
বেসামরিকদের স্থাপনা লক্ষ্য করে হামলার পরিমাণ বাড়িয়েছে মিয়ানমার জান্তা বাহিনী। গত ছয়দিনে মিয়ানমার জান্তা স্কুল, বাজার, শহর, আইডিএফ ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়েছে। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক ডজন শিশু রয়েছে। মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইরাবতির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি দেশটির বিদ্রোহী গোষ্ঠীদের দখলে থাকা ভূখণ্ড উদ্ধারে পাল্টা হামলার অঙ্গীকার করেন মিয়ানমার জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। তার এমন হুঁশিয়ার বার্তার পরেই বেসামরিকদের স্থাপনায় হামলার পরিমাণ বেড়েছে। বেসামরিকদের ওপর যুদ্ধাপরাধ বন্ধে দেশটির বিদ্রোহীগোষ্ঠীগুলো জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ানের প্রতি জান্তা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পুনরায় ব্যক্ত করেছে। ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, চিন, শান এবং কারেন্নি প্রদেশে এবং ম্যাগউই, সাগাইং, মান্দালা অঞ্চলে বেসামরিকদের লক্ষ্য করে সিরিজ হামলা চালিয়েছে জান্তা বাহিনী। গত রোববার থেকে শুরু হওয়া এই হামলায় কয়েক ডজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। গত শুক্রবার বিকালে জান্তা বাহিনী যুদ্ধ বিমান থেকে ৩০০ পাউন্ডের বোমা মাইয়াংয়ের লাত ইয়াত মা গ্রামের এক স্কুলে ফেলা হয়। সেইসঙ্গে মেশিনগান দিয়েও হামলা চালানো হয়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়। আহত হয়েছে অন্তত ১০জন। একইদিনে মান্দালয় অঞ্চলের নাটোগি টাউনশিপ এবং চিন রাজ্যের মিন্দাত টাউনশিপের গ্রামে জান্তা বিমান হামলায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার রাত দেড়টা নাগাদ উত্তরাঞ্চলীয় শান রাজ্যে চীনা সীমান্তবর্তী অঞ্চলের কাছে হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১১ জন। সেইসঙ্গে ধ্বংস হয় ছয়টি বাড়ি।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net