উয়েফা নেশনস লিগ

ইউসুফের পায়ের জাদুতে জয় পেলো ডেনমার্ক

আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ০৯:৪৯:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৪ ০৯:৪৯:১৭ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক
ডেনমার্কের প্রথম গোলের সুযোগটাও তৈরি করেন ইউসুফ পলোসেন। দ্বিতীয় গোলটি সরাসরি নিজেই করেন তিনি। আরবি লাইপজিগের এই স্ট্রাইকারের চোখধাঁধানো বাইসাইকেল-কিকে সার্বিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় ডেনমার্কের। চলতি উয়েফা নেশনস লিগে দুই ম্যাচের দুটিতেই জয় পেল ডেনমার্ক। এতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-এ৪ এর টেবিলের নেতৃত্ব দিচ্ছে দ্য রেড এণ্ড হোয়াইটরা। এর আগে প্রথম ম্যাচে সুইজারল্যান্ডকেও ২-০ ব্যবধানে হারিয়েছিল ডেনিশরা। গত রোববার কোপেনহেগেনে হোমম্যাচে ৩৬ মিনিটে প্রথম লিড নেয় ডেনমার্ক। গোল করেন আলবার্ট গ্রোনবিক। এটি সিনিয়র দলের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ডেনিশ অ্যাটাকিং মিডফিল্ডারের প্রথম গোল। ৬১ মিনিটে গোল করে ডেনমার্কের পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করেন ইউসুফ। ভিক্টর ক্রিস্টিয়ানসেনের ক্রস থেকে ভেসে বল দেখে নিজেকেও শুন্যে ভাসান লাইপজিগ স্ট্রাইকার। দুই সার্বিয়ান ডিফেন্ডারের মাঝখানে বাতাসে ভেসে বাঁপায়ে বাইসাইকেল-কিক নেন ইউসুফ। নির্ভুলভাবে লক্ষ্যভেদও হয়। এতে ব্যবধান ২-০ করে ডেনমার্ক। সর্বশেষ ইউরোতে ডেনমার্কের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল সার্বিয়া। কিন্তু গতকাল ২ গোল হজম করেও কোনো সুযোগ তৈরি করতে পারেনি সার্বরা।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net