![](https://dainikjanata.net/public/postimages/66dc8c35cf23b.jpg)
প্রতিবছর রাষ্ট্রপতির কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উদযাপন উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয়। এবারও আসন্ন শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উদযাপন উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হবে। এজন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় অধীনে থাকা ঢাকায় কর্মরত হিন্দু ধর্মাবলম্বী যুগ্ম সচিব বা সমমর্যাদাসম্পন্ন ও তদূর্ধ্ব কর্মকর্তাদের নামের তালিকা চেয়েছে। গত ২৯ আগস্ট বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থায় ওই চিঠি পাঠানো হয়। চিঠিতে রাষ্ট্রপতির কার্যালয়ের সূত্র উল্লেখ করে রাষ্ট্রপতির কার্যালয়ের পত্রের সংযুক্তি হিসেবে পাঠানো হলেও, বিবরণে শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৪ উদযাপন উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের কথাটি উল্লেখ করা হয়নি। এতে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। পাট মন্ত্রণালয় থেকে পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের কথা উল্লেখ করে গত ৪ সেপ্টেম্বর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থায় চিঠি পাঠানো হয়। রাষ্ট্রপতির কার্যালয়ের ওই চিঠিতে শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৪ উদযাপন উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের বিষয়টি উল্লেখ না করায় বিভ্রান্তি তৈরি হয়। এ জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। ইতোমধ্যেই বস্ত্র ও পাট মন্ত্রণালয় এই প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে।