ভোলায় বিপুল পরিমাণ নকল জুস জব্দ কারখানা মালিকের কারাদণ্ড

আপলোড সময় : ২৯-০৪-২০২৪ ০৮:৩৫:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৪ ০৮:৩৫:৫৩ অপরাহ্ন

ভোলা প্রতিনিধি
অভিযানে জুস তৈরির একাধিক মেশিন, কাঁচামাল ও কেমিক্যাল জব্দ করা হয়েছে
ভোলার চরফ্যাশন উপজেলায় একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল জুস জব্দ করা হয়েছে। এ সময় ওই কারখানার মালিককে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। গত শনিবার চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেক মুহিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান চালায়। গ্রেফতার ব্যক্তির নাম মো. আয়াতুল্লাহ ব্যাপারী। তিনি চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের আবুল কাশেম ব্যাপারীর ছেলে।
এ ঘটনায় কারখানা মালিক আয়াতুল্লাহ ব্যাপারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেক মুহিদ।   গত রোববার তাকে জেলহাজতে পাঠানো হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানা পুলিশসহ অভিযান চালিয়ে কারখানা মালিককে আটক এবং জুস তৈরির একাধিক মেশিন, কাঁচামাল ও কেমিক্যাল জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে কারখানা মালিক আয়াতুল্লাহকে তিন মাসের বিনাশ্রম কারদণ্ড দেয়া হয়েছে। জব্দ মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকারী কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। ভোলার চরফ্যশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের বকুল বেপারী বাড়ি থেকে নকল জুস তৈরির একাধিক মেশিন, কাঁচামাল ও কেমিক্যাল জব্দ করা হয়। 
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net