​কঙ্গোয় কারাগার থেকে পালানোর চেষ্টায় ১২৯ বন্দি নিহত

আপলোড সময় : ০৫-০৯-২০২৪ ১১:৪৮:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৪ ১১:৪৮:২০ পূর্বাহ্ন
জনতা ডেস্ক
গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় কারাগার থেকে বন্দিরা পালিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় অন্তত ১২৯ জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকমিন শাবানি এ তথ্য জানিয়েছেন।
রাজধানী কিনশাসায় অবস্থিত মাকালা কারাগারটি কঙ্গোর বৃহত্তম বন্দিশালা হিসেবে পরিচিত। গত সোমবার সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কয়েদিরা। এসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেকে হতাহত হন।
জ্যাকমেইন শাবানি এক ভিডিওবার্তায় বলেছেন, প্রাথমিক হিসাবে ১২৯ জন মারা গেছেন, যাদের মধ্যে ২৪ জনকে সতর্ক করার পরে গুলি করা হয়েছিল। এছাড়া আহত হয়েছেন আরও ৫৯ জন।
কঙ্গোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, এই ঘটনার সময় কয়েকজন পদপিষ্ট বা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। ধর্ষণের শিকার হয়েছেন বেশ কয়েকজন নারী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ২টার দিকে কারাগারে গোলাগুলি শুরু হয় এবং তা কয়েক ঘণ্টা স্থায়ী হয়েছিল।
দাদ্দি সোসো নামে স্থানীয় এক বাসিন্দা জানান, ভোরের দিকে তিনি নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে মরদেহগুলো নিয়ে যেতে দেখেছিলেন।
এদিন কতজন বন্দি পালিয়ে গেছে বা পালানোর চেষ্টা করেছিল তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তবে গত সোমবার মধ্যরাতে সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া জাতীয় টেলিভিশনে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net