
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
কাউখালীত তাপদাহে প্রায় দুই শতাধিক মুরগি খামারিরা আতঙ্কের মধ্যে রয়েছে। অতিরিক্ত তাপদাহের ফলে খামারের মুরগিগুলো মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। মুরগি প্রাপ্ত বয়স ও বিক্রয় উপযুক্ত হওয়ার পূর্বে কম মূল্যে পাইকারি ব্যবসায়ীদের কাছে মুরগি বিক্রয় করার হিড়িক লেগেছে। মুরগির খামারি উপজেলার দাশেরকাঠী গ্রামের মাহবুব হোসেন জানান, অতিরিক্ত গরমের কারণে লোকশান দিয়ে তার খামারে সকল মুরগি বিক্রি করে দিয়েছেন এবং নতুন করে জেনারেটরের মাধ্যমে অতিরিক্ত ফ্যান ব্যবহার করে ছোট বাচ্চা মুরগি আবার খামারে তুলেছেন। ইতোমধ্যে অনেক খামারিরা এভাবে কম মূল্যে বিক্রি করায় লাখ লাখ টাকায় লোকশানে পড়ছেন। আর যারা বিক্রিয় করছেন না তাদের মুরগিগুলো মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।
উপজেলার দাসেরকাঠি গ্রামের খামারের মালিক সুলতান হোসেন, সোনাকুর গ্রামের শ্যামল ও হরিণধারা গ্রামের রিপন জানান, প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে, এ কারণে লোকসানে আমাদের মুরগিগুলো বিক্রি করতে হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা কিনে তারা ঠিকই লাভ করছে। অল্প আয়ের খামারিরা বলেন, আমরা যে পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেছি এখন আমাদের পুঁজি প্রায় শেষ পর্যায়ে, আমাদের পথে নামা ছাড়া আর কোনো উপায় নেই।