
স্পোটর্স ডেস্ক
জাতীয় দলের পাশাপাশি বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচেও বাগড়া দিল বৃষ্টি। জাতীয় দলের টেস্ট ম্যাচের প্রথম দিন বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এবার ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হল। এর আগে সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় পাকিস্তান শাহীনস জিতেছে সিরিজ। ইসলামাবাদ ক্লাব ক্রিকেট মাঠে আয়োজিত হয়েছে ‘এ’ দলের সব ম্যাচ। তবে সিরিজের শেষ দুই ওয়ানডেতে টানা বৃষ্টি এবং ভেজা আউটফিল্ডের কারণে একটি বলও মাঠে গড়াতে পারেনি। হতে পারেনি টসও। যার ফলে ম্যাচ অফিশিয়ালরা ম্যাচ পরিত্যক্ত করার সিদ্ধান্ত নেন। পাকিস্তান শাহীনস দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলার উদ্দেশ্যে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। দুইটি চার দিনের ম্যাচেও হানা দিয়েছিল বৃষ্টি। ম্যাচ দুটি হয়েছে ড্র। সিরিজের প্রথম ওয়ানডেতে দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছিল পাকিস্তান শাহীনস। শেষ দুই ওয়ানডেতে আবার বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ফলে দুই ম্যাচ হয়েছে পরিত্যক্ত। ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান শাহীনস। চার দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে ছিলেন এনামুল হক বিজয়। ওয়ানডেতে ‘এ’ দলের অধিনায়ক ছিলেন তাওহিদ হৃদয়। তবে পুরো সফরে কোনো ম্যাচে জয়ের মুখ না দেখেই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ ‘এ’ দলকে।
জাতীয় দলের পাশাপাশি বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচেও বাগড়া দিল বৃষ্টি। জাতীয় দলের টেস্ট ম্যাচের প্রথম দিন বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এবার ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হল। এর আগে সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় পাকিস্তান শাহীনস জিতেছে সিরিজ। ইসলামাবাদ ক্লাব ক্রিকেট মাঠে আয়োজিত হয়েছে ‘এ’ দলের সব ম্যাচ। তবে সিরিজের শেষ দুই ওয়ানডেতে টানা বৃষ্টি এবং ভেজা আউটফিল্ডের কারণে একটি বলও মাঠে গড়াতে পারেনি। হতে পারেনি টসও। যার ফলে ম্যাচ অফিশিয়ালরা ম্যাচ পরিত্যক্ত করার সিদ্ধান্ত নেন। পাকিস্তান শাহীনস দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলার উদ্দেশ্যে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। দুইটি চার দিনের ম্যাচেও হানা দিয়েছিল বৃষ্টি। ম্যাচ দুটি হয়েছে ড্র। সিরিজের প্রথম ওয়ানডেতে দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছিল পাকিস্তান শাহীনস। শেষ দুই ওয়ানডেতে আবার বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ফলে দুই ম্যাচ হয়েছে পরিত্যক্ত। ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান শাহীনস। চার দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে ছিলেন এনামুল হক বিজয়। ওয়ানডেতে ‘এ’ দলের অধিনায়ক ছিলেন তাওহিদ হৃদয়। তবে পুরো সফরে কোনো ম্যাচে জয়ের মুখ না দেখেই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ ‘এ’ দলকে।