একই দিনে মা-বোনকে হারালেন গায়িকা

আপলোড সময় : ২৭-০৮-২০২৪ ১০:৫৬:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৪ ১০:৫৬:২৩ অপরাহ্ন
বিনোদন ডেস্ক
একই দিনে মারা গেলেন মার্কিন গায়িকা মারিয়া কেরির মা ও বোন। গত সপ্তাহে মারা যান মারিয়ার মা প্যাট্রিসিয়া ও বোন অ্যালিসন। যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন পিপল এ খবর প্রকাশ করেছে। গ্র্যামি বিজয়ী গায়িকা মারিয়া কেরি পিপলকে বলেন, ‘গত সপ্তাহে মাকে হারিয়েছি, আমার হৃদয় ভেঙে গেছে। একই দিনে আমার বোন মারা যাওয়ার পর হৃদয়বিদারক মুহূর্ত সৃষ্টি হয়।’ ‘আমি সৌভাগ্যবান যে, মা মারা যাওয়ার আগে অর্থাৎ গত সপ্তাহ তার সঙ্গে কাটিয়েছি। এই কঠিন সময়ে আমার গোপনীয়তা রক্ষা, সম্মান জানানোর জন্য সকলকে সাধুবাদ জানাই।’ বলেন মারিয়া। তবে কী কারণে মারিয়ার মা ও বোন মারা গেছেন, সে বিষয়ে কিছু জানাননি ৫৫ বছর বয়সি এই গায়িকা। প্যাট্রিসিয়া ব্যক্তিগত জীবনে আলফ্রেড রায় কেরির সঙ্গে ঘর বেঁধেছিলেন। এ সংসারে জন্মগ্রহণ করেন অ্যালিসন, মারিয়া ও মরগান। মারিয়ার বয়স যখন ৩ বছর তখন তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। মৃত্যুকালে মারিয়ার মা প্যাট্রিসিয়ার বয়স হয়েছিলে ৮৭ বছর। তিনি প্রাক্তন অপেরা গায়িকা এবং ভোকাল কোচ ছিলেন। উত্তরাধিকার সূত্রে মায়ের কাছ থেকে গানের কণ্ঠ পেয়েছেন মারিয়া।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : djanata123@gmail.com, ওয়েবসাইট : www.dainikjanata.net