পুঁজিবাজারকে আস্থার জায়গায় নিয়ে যেতে চান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ)-এর সদস্যরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। পুঁজিবাজারে পুরোপুরি স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য আগামী চার বছর সকলের সঙ্গে মিলেমিশে কাজ করার আহ্বান জানান বিএসসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, ‘আমাদের সাবর লক্ষ্য ও উদ্দেশ্যে একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক পুঁজিবাজার।’ এজন্য ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সহযোগিতাও চান তিনি। সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী বলেন, ‘একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুঁজিবাজার গডে তুলতে সব স্টেকহোল্ডারদের একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি পুঁজিবাজারের অনিয়ম-দুর্নীতি ও লুটপাটের সঙ্গে যারা জড়িত ছিল তাদের চিহ্নিত করে জবাদিহিতার আওতায় আনতে হবে।’ এ সময় বিএসইসির চেয়ারম্যান ছাড়াও কমিশনার মোহসীন চৌধুরী এবং ড. এটিএম তারিকুজ্জামান উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতের সময় সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ছাড়াও, সাধারণ সম্পাদক আবু আলী, সাবেক সভাপতি জিয়াউর রহমানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।