
চট্টগ্রামে এক পোশাকশ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক মো. ওসমান গনি এ রায় দেন। আসামিরা হলেন ওবায়দুল হক প্রকাশ রাজিব, ইয়াসিন আরাফাত, ছোটন বিশ্বাস সেতু ও মো. মহিউদ্দিন বাবু। আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন। আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট হামিদুর রহমান আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে। ফলে আদালত এ মামলায় সাত জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী নগরীর সিইপিজেডের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে অপারেটর পদে কাজ করতেন। একই ফ্যাক্টরিতে কর্মরত এক ছেলে বন্ধুর সঙ্গে ২০১২ সালের ২৭ মার্চ ছুটির দিনে নগরীর বন্দর থানাধীন আকমল আলী রোড বেড়িবাঁধে বেড়াতে যান। তারা বেড়িবাঁধের স্লুইসগেটের পাশে মহাশরিফের খামারবাড়িতে বসে গল্প করা অবস্থায় ৬ জন লোক তাদের ঘিরে ফেলে। এর মধ্যে ছেলে বন্ধুকে আটকে রেখে ভুক্তভোগীকে তিন জন মিলে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীসহ বন্ধুর চিৎকারে স্থানীয় লোকজন ও টহল পুলিশ এগিয়ে এলে দুর্বৃত্তরা পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ দুজনকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নগরীর বন্দর থানায় মামলা করেন।