
বরিশাল প্রতিনিধি
উজিরপুর উপজেলার জয়শ্রী বাজারে অভিযান চালিয়ে তালুকদার ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কাগজপত্রবিহীন ওই ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম ইশমাম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।