বাকেরগঞ্জে ৩ চোর গ্রেফতার সাত গরু উদ্ধার

আপলোড সময় : ১৬-০৩-২০২৪ ১২:৪৭:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৪ ১২:৪৭:৩৯ পূর্বাহ্ন

বরিশাল প্রতিনিধি
বাকেরগঞ্জে ৭টি চোরাই গরুসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- বাকেরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হারুন চৌকিদার (৩৫), বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শোভাকাঠী এলাকার মোহাম্মদ হোসেন হাওলাদার (৪৫) ও পাদ্রিশিবপুর ইউনিয়নের বড় পুইয়াউটা এলাকার মো. মিলন শিকদার (৫৫)। গত বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন। তিনি বলেন, উদ্ধার হওয়া গরুগুলোর মধ্যে শনাক্ত হওয়া একটি গরুর মালিক বাকেরগঞ্জের দুধল  ইউনিয়নের সুন্দরকাঠী গ্রামের বাসিন্দা বজলু তালুকদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় চোরচক্রের সদস্যদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এছাড়া শনাক্ত হওয়া আরও একটি গরুর মালিকও মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন। তিনি বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে গরু চুরির সঙ্গে জড়িত। বাকেরগঞ্জসহ বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক গরু চুরির মামলাও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রাতে বাকেরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। পাশাপাশি চুরি যাওয়া সাতটি গরু উদ্ধার করা হয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net