চৌগাছায় বালি উত্তোলনের সময় মোবাইল কোর্টের অভিযান

আপলোড সময় : ১৬-০৩-২০২৪ ১২:২৯:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৪ ১২:২৯:২২ পূর্বাহ্ন

যশোর প্রতিনিধি
চৌগাছায় অবৈধভাবে বালি উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় দোষীরা পালিয়ে যাওয়ায় তাদের রেখে যাওয়া বালি তোলার যন্ত্রসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। গত বুধবার উপজেলার হায়াতপুর মর্জাদ বাঁওড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস।
আদালতসূত্রে জানা যায়, পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর মর্জাদ বাঁওড়ে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রি করে আসছিল কতিপয় ব্যক্তিরা। স্থানীয় লোকজন ও প্রশাসনের বাধা উপেক্ষা করে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে পরিবেশ ধ্বংস করছিলেন তারা। গত বুধবার সকালে সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালি তোলার সরঞ্জামাদি জব্দ করে প্রশাসন। এসময় অসাধু চক্রের দুজন পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।
এবিষয়ে বাঁওড়ের পার্শ্ববর্তী দোকানদার আমজেদ হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘৪-৫ দিন ধরে বালি কারা তুলছে তাদের আমি নাম জানি না, তোলে তাই দেকি। তবে পাতিবিলার টিটোও আছে ওর মদ্যি।’ আদালত পরিচালনাকারী চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অসাধু বালু ব্যবসায়ীদের রুখতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net