ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওষুধের দোকানে জরিমানা

আপলোড সময় : ১৬-০৩-২০২৪ ১২:২৬:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৪ ১২:২৬:১০ পূর্বাহ্ন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈর উপজেলায় ৪টি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এ সময় ৪টি ওষুধের  দোকানে ২০ হাজার টাকা জরিমানা ও মেয়াদ উত্তীর্ণ আনুমানিক ১০ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়। গত বৃগস্প্রতিবার বিকালে কালিয়াকৈর সদরের শংকর ফার্মেসি ১০ হাজার টাকা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড, সেবা ফার্মেসি ৫ হাজার টাকা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড, সিদ্দিকিয়া ফার্মেসি ৫ হাজার টাকা অনাদায়ে ১৫ দিন কারাদণ্ড, এছাড়াও খোকন ড্রাগ হাউজকে ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজ সংশোধনের নির্দেশ দিয়েছেন।
উক্ত দোকান থেকে বিভিন্ন ধরনের মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদিতবিহীন আনুমানিক ১০ হাজার টাকার ওষুধ জব্দ করে নিয়ে যায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ।উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ জানান, কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় ওষুধের দোকানিরা প্রয়োজনীয় কাগজপত্রবিহীন দীর্ঘদিন যাবত ব্যবসা পরিচালনা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও গাজীপুর জেলা ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪টি দোকানে ২০ হাজার টাকা জরিমানা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করা ও একটি দোকানের কাগজ সংশোধনের জন্য ৭ দিনের সময় দেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net