
রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, কোন অন্যায় সহ্য করা হবে না। যারাই দুর্বৃত্তয়ান করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের রানীশংকৈল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার জগদল সীমান্ত দিয়ে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের উপর জুলুম নির্যাতনে এর দায়ে প্রাণভয়ে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছে প্রায় ২ হাজার হিন্দু নারী পুরুষ এরা সভায় হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা অভিযোগ করে বলেন, বিএনপি ও জামায়াত নেতাকর্মীবৃন্দ অনেকে তাদের বাড়ী ঘরে হামলা চালিয়েছে। এ ছাড়াও তাদের বিভিন্নভাবে হুমকি দিয়েছে। তারা তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছে।
হুমকিদাতা তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে জগদল ক্যাম্প থেকে সকল হিন্দু মানুষদের বাড়িতে ফিরে যাওয়ার আহবান জানান, রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পরে হিন্দুদের ক্ষতিগ্রস্ত বাড়ী পরির্দশন করেন তিনি। এ সময় রানীশংকৈল উপজেলা প্রশাসনের সাথে উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান ও সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ সহ বিএনপির নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, কোন অন্যায় সহ্য করা হবে না। যারাই দুর্বৃত্তয়ান করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের রানীশংকৈল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।