ঠাকুরগাঁওয়ের জগদলে হত্যার হুমকি

প্রাণের ভয়ে ভারত সীমান্তে হিন্দু সম্প্রদায়ের ঢল

আপলোড সময় : ০৯-০৮-২০২৪ ০৩:১৯:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৪ ০৩:১৯:৪৫ অপরাহ্ন


রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, কোন অন্যায় সহ্য করা হবে না। যারাই দুর্বৃত্তয়ান করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের রানীশংকৈল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার জগদল সীমান্ত দিয়ে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের উপর জুলুম নির্যাতনে এর দায়ে প্রাণভয়ে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছে প্রায় ২ হাজার হিন্দু নারী পুরুষ  এরা  সভায় হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা অভিযোগ করে বলেন, বিএনপি ও  জামায়াত নেতাকর্মীবৃন্দ অনেকে তাদের বাড়ী ঘরে হামলা চালিয়েছে। এ ছাড়াও তাদের বিভিন্নভাবে হুমকি দিয়েছে। তারা তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছে।
হুমকিদাতা তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে জগদল ক্যাম্প থেকে সকল হিন্দু মানুষদের বাড়িতে ফিরে যাওয়ার আহবান জানান, রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পরে হিন্দুদের ক্ষতিগ্রস্ত বাড়ী পরির্দশন করেন তিনি। এ সময় রানীশংকৈল উপজেলা প্রশাসনের সাথে উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান ও সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ সহ বিএনপির নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, কোন অন্যায় সহ্য করা হবে না। যারাই দুর্বৃত্তয়ান করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের রানীশংকৈল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net