বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, যা বললেন জিৎ

আপলোড সময় : ০৬-০৮-২০২৪ ০৭:৩৮:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৪ ০৭:৩৮:৩৮ অপরাহ্ন

বিনোদন ডেস্ক
দেশের পাশাপাশি ওপার বাংলার একাধিক তারকা-শিল্পী এর আগে আন্দোলন নিয়ে কথা বলেছেন। তবে তেমন একটা সরব ছিলেন না কলকাতার সুপারস্টার জিৎ। এদিকে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সেনাপ্রধান সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন, 'সব হত্যার বিচার হবে। জনগণকে বলব, ধ্বংসলীলা এখনই বন্ধ করুন। আর কিছু পাওয়ার নেই'। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আপাতত দেশ চালাবে সেনাবাহিনী, জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান। হঠাৎ করে বদলে যাওয়া বাংলাদেশের দৃশ্য এটা। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ওপার বাংলার মানুষজনও। দেব থেকে স্বস্তিকা বহু টালিউড তারকাই বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েয়েছেন। এবার বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন টালিউড সুপারস্টার জিৎ। পুরো দেশেই ছড়িয়ে ছিটিয়ে আছে জিতের ভক্ত। গত সোমবার এক্সে জিৎ লেখেন, ‘বাংলাদেশের এই কঠিন সময়ে আমার প্রার্থনা বাংলাদেশের মানুষদের জন্য। যে সমস্ত ঘটনা সামনে আসছে সেটা খুবই দুঃখজনক। এই ধরনের মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া হৃদয়বিদারক।’ টালিউডের এই শীর্ষ নায়ক আরো লেখেন, ‘আশা করি এই কঠিন সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যাব। প্রতিটা জীবনই মূল্যবান তাই যেকোনো মূল্যে সেটা রক্ষা হওয়া আবশ্যিক শান্তি বজায় থাকুক।’
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net