
সরকার পতনের এক দফা দাবিতে করা আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। গতকাল সোমবার দুপুরে বোন রেহানাসহ দেশ ছাড়েন তিনি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান। এ পরিস্থিতিতে গতকাল সোমবার হাই অ্যালার্ট ইস্যু করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। ভারত-বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। বিএসএফ-এর ডিজি ইতিমধ্যেই কলকাতা পৌঁছে গিয়েছেন বলেও জানানো হয়েছে। বিএসএফ-এর একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, শেখ হাসিনা ঢাকা ছাড়ার পরই হাই অ্যালার্ট জারি করা হয়েছে সীমান্ত এলাকায়। সূত্রে জানা গেছে, বাংলাদেশে চলতে থাকা গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছিল। গতকাল সোমবার বেলা গড়ানোর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফা এবং দেশ ছাড়ার খবর প্রকাশিত হতেই সীমান্তে অতিরিক্ত নজরদারি বাড়ায় বিএসএফ। কোনোভাবে যাতে প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রভাব এদেশের সীমান্তে না পড়ে বা কেউ যেন সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকতে না পারেন সেই দিকে লক্ষ্য রেখেই এই হাই অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানা গেছে। সীমান্তের প্রতিটি চৌকিতে বাড়ানো হয়েছে অতিরিক্ত নজরদারি। টহল দিচ্ছেন বিএসএফ জওয়ানরা। যে কোনো পরিস্থিতিতে যাতে দ্রুত অ্যাকশন নেওয়া যায় সে বিষয়ে সতর্ক আছে বিএসএফ।